ব্রাদার্সকে হারাল গুলশান, সেঞ্চুরিতেও জেতেনি শাইনপুকুর
Published: 19th, March 2025 GMT
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ম ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিপর্যয়ে পড়া গুলশান লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পেয়েছে।
ডিপিএলে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুরকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। অধিনায়ক রায়ান রাফসানের সেঞ্চুরিতেও জিততে পারেনি শাইনপুকুর। অন্য ম্যাচে অল্প রানের লড়াইয়ে শেষ বলে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স।
মিরপুরে ব্রাদার্স ইউনিয়ম ৯ উইকেটে ২৯০ রানের ভালো সংগ্রহ পায়। দলটির হয়ে ওপেনার বিশাল চৌধুরী ৭৫ বলে ৮৩ রান করেন। তিনে নামা মিজানুর রহমান ৫০ ও চারে নামা আইচ মোল্লা ৬৫ রানের ইনিংস খেলেন। লোয়ারে অলক কাপালি যোগ করেন ৩১ রান।
জবাবে ওপেনিং জুটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম ৪২ রান যোগ করেন। সেখান থেকে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার জাওয়াদ ১৭ বলে ৩০ ও তিনে নামা লিটন দাস ৪০ বলে ৩৩ রান করেন। লোয়ারে নাইম ইসলাম ৫০, ইলিয়াস সানি ৫৩, ফরহাদ রেজা ৪৭ ও পেস অলরাউন্ডার মেহেদী হাসান ১৮ বলে ৩২ রান করে গুলশানকে জেতান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ৭ উইকেটে ২৯৪ রান তোলে। ওপেনার সাদমান ৫৩ ও তিনে নামা ইমরুল কায়েস ৮৬ রান করেন। জবাবে অধিনায়ক রাফসানের ১৩০ বলে ১০৬ রানের হার না মানা ইনিংসের পরও শাইনপুকুর ৫ উইকেটে ২৪৮ রান তুলতে সক্ষম হয়। মিনহাজুল আবেদিন সাব্বির ৫১ রান করেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয়। দলটির দুই ওপেনার জয়রাজ শেখ ও রুবেল মিয়া ফিফটি করেন। জবাবে ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মাজিদের হার না মানা ১০০ রানের ইনিংসে শেষ বলে জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। আসাদুল্লাহ আল গালিব ফিফটি মারেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল ল টন দ স শ ইনপ ক র র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
আরো ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
ইসরায়েলের কাছে আরো তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল রবিবার রাতে মরদেহগুলো রেডক্রসের হাতে তুলে দেয় তারা।
আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আরো পড়ুন:
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, ৭৫ শতাংশ ত্রাণ প্রবেশে বাধা
পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার নিন্দা বাংলাদেশের
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “রেডক্রসের মাধ্যমে ইসরায়েল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তে মরদেহগুলো শনাক্ত কেন্দ্রে পাঠানো হবে।”
যদি এই জিম্মির পরিচয় শনাক্ত হয় তাহলে যুদ্ধবিরতির পর হামাসের হস্তান্তর করা মরদেহের সংখ্যা ২০ জনে পৌঁছাবে। গত মাসে যখন যুদ্ধবিরতি কার্যকর হয় তখন তাদের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল।
ইসরায়েলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। কিন্তু সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় এগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে।
হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড জানায়, রবিবার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা মরদেহগুলো উদ্ধার করেছে।
পরে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়, “সব জিম্মিদের পরিবারকে সেই অনুযায়ী আপডেট করা হয়েছে এবং এই কঠিন সময়ে আমাদের হৃদয় তাদের সাথে রয়েছে। আমাদের জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শেষ জিম্মিটি ফিরে না আসা পর্যন্ত থামবে না।”
হোস্টেজ এবং মিসিং ফ্যামিলিজ ফোরাম গাজা থেকে বাকি সব মৃত জিম্মিকে উদ্ধারের জন্য নেতানিয়াহুকে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।
হামাস ও ইসরায়েল একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।
হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, রবিবার উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা তাদের সৈন্যদের জন্য হুমকিস্বরূপ এক সন্ত্রাসীকে হত্যা করেছে।
গত ১৩ অক্টোবর যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।
ঢাকা/ফিরোজ