ব্রাদার্সকে হারাল গুলশান, সেঞ্চুরিতেও জেতেনি শাইনপুকুর
Published: 19th, March 2025 GMT
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ম ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিপর্যয়ে পড়া গুলশান লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২ উইকেটের জয় পেয়েছে।
ডিপিএলে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে শাইনপুকুরকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। অধিনায়ক রায়ান রাফসানের সেঞ্চুরিতেও জিততে পারেনি শাইনপুকুর। অন্য ম্যাচে অল্প রানের লড়াইয়ে শেষ বলে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স।
মিরপুরে ব্রাদার্স ইউনিয়ম ৯ উইকেটে ২৯০ রানের ভালো সংগ্রহ পায়। দলটির হয়ে ওপেনার বিশাল চৌধুরী ৭৫ বলে ৮৩ রান করেন। তিনে নামা মিজানুর রহমান ৫০ ও চারে নামা আইচ মোল্লা ৬৫ রানের ইনিংস খেলেন। লোয়ারে অলক কাপালি যোগ করেন ৩১ রান।
জবাবে ওপেনিং জুটিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম ৪২ রান যোগ করেন। সেখান থেকে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার জাওয়াদ ১৭ বলে ৩০ ও তিনে নামা লিটন দাস ৪০ বলে ৩৩ রান করেন। লোয়ারে নাইম ইসলাম ৫০, ইলিয়াস সানি ৫৩, ফরহাদ রেজা ৪৭ ও পেস অলরাউন্ডার মেহেদী হাসান ১৮ বলে ৩২ রান করে গুলশানকে জেতান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ৭ উইকেটে ২৯৪ রান তোলে। ওপেনার সাদমান ৫৩ ও তিনে নামা ইমরুল কায়েস ৮৬ রান করেন। জবাবে অধিনায়ক রাফসানের ১৩০ বলে ১০৬ রানের হার না মানা ইনিংসের পরও শাইনপুকুর ৫ উইকেটে ২৪৮ রান তুলতে সক্ষম হয়। মিনহাজুল আবেদিন সাব্বির ৫১ রান করেন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স এক বল থাকতে ২২৩ রানে অলআউট হয়। দলটির দুই ওপেনার জয়রাজ শেখ ও রুবেল মিয়া ফিফটি করেন। জবাবে ওপেনার ও উইকেটরক্ষক আব্দুল মাজিদের হার না মানা ১০০ রানের ইনিংসে শেষ বলে জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। আসাদুল্লাহ আল গালিব ফিফটি মারেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল ল টন দ স শ ইনপ ক র র ন কর ন উইক ট
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে