দেশ নাটকের কর্ণধার নাট্যকার এহসানুল আজিজকে (বাবু) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গ্রেপ্তারের পর আজ বুধবার তাঁকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ইকবাল হোসেন তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার সময় জঙ্গি হামলার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। ঘটনাটি তখন লাখ লাখ মুসল্লির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে গাজীপুর মহানগর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতা আলামিন হোসেন নামের এক যুবলীগ কর্মীকে ১৫ ফেব্রুয়ারি নগরের শিমুলতলী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশের কাছে তিনি স্বীকারোক্তি দেন। তাঁর স্বীকারোক্তিতে পাওয়া তথ্য অনুযায়ী সদর মেট্রো থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আনোয়ার আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এ থানায় একটি মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রনি সরকার, সাইফুর রহমান ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্য ও মুঠোফোন পরীক্ষা করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এহসানুল আজিজকে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, গ্রেপ্তার আসামিদের ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন ও তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আলামিন হোসেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিপন্ন করতে অন্যান্য আসামির যোগসাজশে কাজ করছেন। পরে গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে সদর থানার শিমুলতলী এলাকা থেকে আলামিনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর স্মার্টফোন ও ব্যবহৃত সিম পর্যালোচনা করে দেখা যায়, ১৩ ফেব্রুয়ারি রাতে আলামিন হোসেন তাঁর ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ‘চুমকি আপার সৈনিক’ থেকে পোস্ট দেয়, ‘আগামীকাল গাজীপুরে জঙ্গি হামলা হবে জুমার নামাজের পর এমন তথ্য আমাদের হাতে এসেছে। গাজীপুরে যাঁরা আছেন, এই মেসেজটি সবাইকে জানিয়ে দেন।’ জিজ্ঞাসাবাদকালে তিনি রনি সরকারসহ কতিপয় ব্যক্তির নাম বলেন। রনি সরকার ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’, ‘মুজিব ভাই’, ‘আওয়ামী যুব লীগ’ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘জুম ব্রিগেড’ (আমেরিকান প্রবাসী রাব্বি ও সাবেক মেয়র জাহাঙ্গীর ওই গ্রুপের অ্যাডমিন ও অর্থদাতা) এবং ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’সহ কয়েকটি সাব-গ্রুপের ক্রিয়েটর এবং আসামি আলামিনের সহযোগী। এই গ্রুপের সদস্যরা এলাকাভিত্তিক বিভিন্ন সাইবার অপরাধ করছিলেন। গ্রুপগুলো বিশ্লেষণ করে আলামিনকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রনি সরকারকে গ্রেপ্তার করা হয়। আলামিন ও অন্য আসামিরা অনলাইন গ্রুপগুলো পরিচালনা করে বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করার নির্দেশনা দেয় এবং নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ভিডিও বার্তা প্রচার করেন।

এজাহারে আরও বলা হয়, ‘আলামিনের মোবাইল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা যায়, আসামিরা ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ব্যবহার করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। এ ছাড়া বিশ্ব ইজতেমা চলাকালে ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে ও গাজীপুর মহানগরের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিসহ জননিরাপত্তা বিঘ্নিত করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য অনলাইনভিত্তিক অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে, অর্থায়ন করে, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে, যা সন্ত্রাসবিরোধী আইনের ৬ /৭ / ১০ ধারার অপরাধ।’

এদিকে নাট্যব্যক্তিত্ব এহসানুল আজিজকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিভিন্ন ব্যক্তি পোস্ট দিয়েছেন। তাঁরা তার মুক্তি দাবি করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর আল ম ন সরক র অপর ধ ব যবহ

এছাড়াও পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যে এ বিশেষ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রদলের কর্মী নাফিস ইকবাল পিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একইসঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পরীক্ষার্থীদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা: ইউজিসি চেয়ারম্যান

ছাত্রদল জানিয়েছে, ক্যাম্পাস থেকে দুটি বাস ছাড়বে। একটি ঢাকা রুটে এবং অপরটি ময়মনসিংহ রুটে যাবে। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই ফ্রি সার্ভিসের আওতায় যাতায়াত করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের অবশ্যই আগাম রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ এই সার্ভিসের সুবিধা নিতে পারবেন না।

শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী পোস্ট দিয়ে ছাত্রদলের এ পদক্ষেপকে ‘শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন।

শাখা সভাপতি সাগর নাইম তার পোস্টে বলেন, “প্রতি বছর বিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্যের আলো ছড়িয়ে দেন। আমরা চাই এ সুনাম আরো দূরে ছড়িয়ে পড়ুক, আরো উজ্জ্বল হোক। এ ধারাবাহিক সাফল্যের পথে আপনাদের পাশে থাকতে, ভালোবাসা ও সম্মান জানাতে মাভাবিপ্রবি ছাত্রদল ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ফ্রি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।”

এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপু বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। গত বিসিএসে আমাদের বড় ভাই বিসিএস প্রশাসনে প্রথম হয়েছেন। এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই গর্বের বিষয়। সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার্থীদের কল্যাণে আমরা এবার পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছি।”

তিনি বলেন, “বিশেষ করে অনেক নারী শিক্ষার্থী আছেন, যারা ক্যাম্পাস থেকে পরীক্ষাকেন্দ্র অনেক দূরে হওয়ায় অংশ নিতে পারেন না। আবার অনেকে যানবাহন না পেয়ে দেরিতে কেন্দ্রে পৌঁছান। আমরা চাইনি কেউ যেন যাতায়াত সমস্যার কারণে বিসিএস পরীক্ষায় পিছিয়ে পড়েন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সহায়তায় আমরা এ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি।”

ঢাকা/আবিদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ