খেতাবপ্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বীর মুক্তিযোদ্ধা-প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড-এক্সএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কী—জেনে নিন
Published: 20th, March 2025 GMT
১. আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন?
ক. ৭ম
খ. ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম
উত্তর: গ. ৯ম
২. সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যপদ ফিরে পেয়েছে—
ক. সিরিয়া
খ. বুরকিনা ফাসো
গ. আলবেনিয়া
ঘ. উজবেকিস্তান
উত্তর: ক. সিরিয়া (ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭)
আরও পড়ুনএসএসসি ২০২৫-এর একটি পরীক্ষা পেছাল, নতুন রুটিনে কোন পরীক্ষা কবে২ ঘণ্টা আগে৩.
রামসাগর জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
ক. শেরপুর
খ. নীলফামারী
গ. দিনাজপুর
ঘ. হবিগঞ্জ
উত্তর: গ. দিনাজপুর
৪. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ‘টেংরাগিরি বনাঞ্চল’ কোন জেলায় অবস্থিত?
ক. কক্সবাজার
খ. ভোলা
গ. সাতক্ষীরা
ঘ. বরগুনা
উত্তর: ঘ. বরগুনা
৫. বাংলাদেশে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তর: ঘ. ১০টি
আরও পড়ুনএকসময় পোশাক কারখানায় কাজ করতেন, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার১৯ মার্চ ২০২৫৬. মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত বীর মুক্তিযোদ্ধা—
ক. ইউ কে চিং মারমা
খ. সুকান্ত চাকমা
গ. কাঁকন বিবি
ঘ. মং ছেন লা
উত্তর: ক. ইউ কে চিং মারমা
৭. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
ক. স্যার সৈয়দ আহমদ খান
খ. সৈয়দ আমীর আলী
গ. মওলানা আজাদ
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর: ক. স্যার সৈয়দ আহমদ খান
৮. কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন—
ক. ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
খ. মেলানি জোলি
গ. মার্ক কার্নি
ঘ. বিল ব্লেয়ার
উত্তর: গ. মার্ক কার্নি
৯. ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়—
ক. ২০ মার্চ
খ. ১৮ মার্চ
গ. ১০ মার্চ
ঘ. ৬ মার্চ
উত্তর: গ. ১০ মার্চ
১০. আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) সর্বশেষ সদস্যদেশ—
ক. ইরিত্রিয়া
খ. ইউক্রেন
গ. আর্জেন্টিনা
ঘ. সোমালিয়া
উত্তর: খ. ইউক্রেন (১২৫তম সদস্য)
আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ২ ঘণ্টা আগে১১. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠিত হয়—
ক. ১৯৯৭ সালে
খ. ২০০০ সালে
গ. ২০০২ সালে
ঘ. ২০০৫ সালে
উত্তর: খ. ২০০০ সালে
১২. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় (এলডিসি) যুক্ত হয়—
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৭ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তর: ঘ. ১৯৭৫ সালে
১৩. ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআই উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট—
ক. গ্রোক
খ. ক্লাউড
গ. পো
ঘ. ক্যারেক্টার এআই
উত্তর: ক. গ্রোক
১৪. মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানায় গ্রেপ্তার করা রদ্রিগো দুতার্তে কোন দেশের সাবেক প্রেসিডেন্ট?
ক. মেক্সিকো
খ. ফিলিপাইন
গ. লাওস
ঘ. গুয়েতেমালা
উত্তর: খ. ফিলিপাইন
১৫. বিশ্বে প্রথম প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হৃৎপিণ্ড—
ক. পাম্পআপ
খ. বিটাকোর
গ. বিটাহার্ট
ঘ. বাইভাকোর
উত্তর: ঘ. বাইভাকোর
১৬. ২০০১ সালে প্রতিষ্ঠিত সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্যরাষ্ট্র কয়টি?
ক. ৯টি
খ. ১২টি
গ. ১৪টি
ঘ. ১৫টি
উত্তর: ক. ৯টি
১৭. চীনের সহযোগিতায় নির্মিত চ্যাঙ্কে বন্দর কোন দেশে অবস্থিত?
ক. চিলি
খ. পেরু
গ. কলোম্বিয়া
ঘ. ভেনিজুয়েলা
উত্তর: খ. পেরু
১৮. বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়—
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৮৮ সালে
উত্তর: গ. ১৯৮৬ সালে
১৯. বিরোধপূর্ণ নাগরনো কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে—
ক. ভারত, চীন
খ. আফগানিস্তান, পাকিস্তান
গ. চীন, দক্ষিণ কোরিয়া
ঘ. আর্মেনিয়া, আজারবাইজান
উত্তর : ঘ. আর্মেনিয়া, আজারবাইজান
২০. বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান রাখায় এ বছর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন—
ক. মেহেদী হাসান খান
খ. জামাল নজরুল ইসলাম
গ. ড. মাকসুদুল আলম
ঘ. সেঁজুতি সাহা
উত্তর : খ. জামাল নজরুল ইসলাম
* লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
আরও পড়ুনগ্রামীণ ব্যাংক–প্রবাসীদের আর্থিক সেবা প্ল্যাটফর্ম-প্রথম নারী ফরেস্টার-বৃহত্তম স্থলবন্দর কোনটি—জেনে নিন১৩ মার্চ ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কলকাতার বাজারে পৌঁছালো বাংলাদেশের ইলিশ, আকাশ ছোঁয়া দাম
আবেগের কারণে চাহিদা আছে বাংলাদেশের পদ্মার ইলিশের, তবে বাজার নষ্ট করেছে গুজরাটের ইলিশ। যে বাঙালি একবার ৫০০/৬০০ রুপির ইলিশ খেয়েছে সে সহজেই ১৭০০/২০০০ রুপির ইলিশ কিনবে না। বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতার বাজারে পৌঁছাতেই এমন অভিযোগ করছেন ভারতের মাছ ব্যবসায়ীরা।
আরো পড়ুন:
৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভারতীয় জলসীমায় গ্রেপ্তার ১৩ বাংলাদেশি
জলবায়ু পরিবর্তনে বদলাচ্ছে রোগের চিত্র, বাড়ছে বিরল সংক্রমণ
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলকাতার পাইকারি বাজারের হাত ধরে খুচরো বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ। প্রথম দিনে দাম ছিল তুঙ্গে, তাই কলকাতা ও শহরতলীর ক্ষুদ্র খুচরো ব্যবসায়ীদের মধ্যে পদ্মার ইলিশের চাহিদা ছিল তুলনামূলক কম।
প্রথম দফায় মঙ্গলবার রাতে ৮টি ট্রাকে ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ বেনাপোল সীমান্ত বেরিয়ে ভারতে আসে। বৃহস্পতিবার সেই ট্রাক পৌঁছে যায় হাওড়ার পাইকারি বাজারে। এদিন সকাল থেকেই কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। তবে প্রথম দিনের পাইকারি দামে হতাশ খুচরো ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, মোটামুটি তারা প্রথম দিন পাইকারি বাজারে যে বাজারদর দেখছেন তাতে ৭০০ গ্রাম থেকে ১ কেজির ইলিশের দাম ১৫০০-১৭০০ রুপি। ১ কেজির বেশি ওজন হলে ১৮০০ থেকে ২০০০ রুপির মধ্যে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে এই দাম বেশ কিছুটা বাড়বে। তবে এই দাম চূড়ান্ত নয়।
বাঘাযতীনের খুচরো মাছ ব্যবসায়ী শম্ভু দাস বলেন, ১ কেজি সাইজের ইলিশ আমি ১৬০০ রুপি বলেছিলাম কিন্তু ওরা ১৭০০ রুপির নিচে দেবে না। খরচ দিয়ে বাজার পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেখানে কিছু বাড়তি দামে বিক্রি করা। এত দামি মাছ আমাদের বাজারে চলবে না।
তিনি আরো বলেন, পদ্মা ইলিশের ব্যাপক চাহিদা কলকাতার বাজারে ছিল, তবে বাজার নষ্ট করেছে গুজরাটের ইলিশ। যদি গুজরাটের ইলিশে বাজার সয়লাব না হতো তাহলে বাজার একই রকম থাকতো।
কাঁচরাপাড়ার খুচরো মাছ ব্যবসায়ী মনোজ কুমার সাউ বলেন, প্রথমদিন, দাম বেশি, তাই আমরা হিমশিম খাচ্ছি, গুজরাটের ইলিশের সঙ্গে দামের পার্থক্য প্রায় হাজার রুপি। তাই বাজারে চাহিদা বোঝার আগে বেশি পরিমাণে ইলিশ নেওয়ার সাহস পাচ্ছি না। অন্যান্য বছর যেখানে ৫০/১০০ কেজি মাছ নিই, এবার ২৯ কেজি নিচ্ছি। কারণ গুজরাটের দামের সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারব না। যে ক্রেতা একবার ৫০০/৬০০ রুপির ইলিশ খেয়েছে সে ২০০০ রুপির ইলিশ খাবে না। পদ্মার ইলিশের চাহিদা আছে তাই নিলে হয়তো চলবে, কিন্তু যে ক্রেতা দুই কেজি নিত সে হয়তো এক কেজি কিনবে।
উত্তর কলকাতার এই ক্ষুদ্র ব্যবসায়ীরও অভিযোগ, পদ্মার ইলিশের বাজার খারাপ করেছে গুজরাটের ইলিশ। তিনি বলেন, অনেক ক্রেতা আছে তারা শুধু বাংলাদেশের ইলিশ পছন্দ করে, তাই সব ক্রেতার চাহিদার কথাই মাথায় রেখে কম করে হলেও ইলিশ কিনতে হচ্ছে। তার আশা, পরপর আর কিছুদিন আসা শুরু হলে দাম কিছুটা হয়তো কমবে।
ইলিশ ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ মাকসুদ আনোয়ার বলেন, বাংলাদেশে ইলিশের ল্যান্ডিং যথেষ্টই কম। তাই ইলিশ আমদানি পর্যাপ্ত পরিমাণে করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে গুজরাটের ইলিশ এবার ক্রেতাদের বিকল্প অপশন দিচ্ছে। ফলে যোগান ও চাহিদার উপর নির্ভর করে ইলিশের দাম বাড়তে ও কমতে পারে।
এই ব্যবসায়ীর আশঙ্কা, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ১২০০ মেট্রিক টন আমাদানির অনুমতি দিলেও ৫ অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। এত অল্প দিনে ৫০০ মেট্রিক টনের বেশি ইলিশ হয়তো তারা আমদানি করতে পারবেন না।
ঢাকা/সুচরিতা/ফিরোজ