চুম্বন বিতর্ক থেকে পালিয়ে বিয়ে, আলোচিত সেই অভিনেত্রীর জন্মদিন আজ
Published: 1st, November 2025 GMT
মাত্র ৭ বছর বয়সে অভিষেক, ১৫ বছর বয়সে ফিল্মফেয়ার পুরস্কার; তাঁকে হিন্দি সিনেমার আগামীর তারকা ভেবেছিলেন অনেকেই। পরে অনেক সিনেমা করেছেন, যেগুলোর বেশ কয়েকটি হিটও হয়েছে; কিন্তু বলিউডের শীর্ষ তারকা হতে পারেননি তিনি। ক্যারিয়ারজুড়েই নানা বিতর্ক। এই অভিনেত্রী আর কেউ নন, পদ্মিনী কোলহাপুরী। আজ ১ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন, ৬০ বছরে পা দিলেন তিনি। জন্মদিন উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।
জন্ম ও শুরুর গল্প
১৯৬৫ সালের ১ নভেম্বর মুম্বাইয়ে জন্ম পদ্মিনীর। ১৯৭২ সালে ‘জিন্দেগি’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে ৭ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক। মাত্র ১৫ বছর বয়সে ‘ইনসাফ কা তারাজু’ সিনেমায় অভিনয় করে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এটা ১৯৮০ সালের ঘটনা। তিন বছর পরেই ঋষি কাপুরের সঙ্গে করেন ‘প্রেম রোগ’, সিনেমাটির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।
প্রেমে পড়া, পরিবার ছেড়ে পালিয়ে বিয়ে
২১ বছর বয়সে পদ্মিনী খবরের শিরোনামে আসেন অন্য কারণে। পরিবারের আপত্তি উপেক্ষা করে প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে পালিয়ে বিয়ে করেন। ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন, তবে সেই বিয়ের গল্প সিনেমার চিত্রনাট্যের মতোই নাটকীয়। পরিবারের প্রবল আপত্তি, সমাজের বাধা, আর শেষ পর্যন্ত এক রোমাঞ্চকর পালিয়ে বিয়ে—সব মিলিয়ে একদম বলিউডি প্লট। পদ্মিনী কোলহাপুরী তখন বলিউডের উদীয়মান নায়িকা, আর প্রদীপ শর্মা ছিলেন তাঁর ছবির প্রযোজক। ১৯৮৬ সালের ‘আইসা প্যার কহাঁ’ ছবির শুটিং চলাকালীনই তাঁদের মধ্যে জন্ম নেয় ভালোবাসা। শুরুর দিকে দুজনেই সম্পর্কটি আড়াল রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছিল, তা সেটে থাকা সবার চোখেই পড়ে যায়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদ ম ন
এছাড়াও পড়ুন:
চুম্বন বিতর্ক থেকে পালিয়ে বিয়ে, আলোচিত সেই অভিনেত্রীর জন্মদিন আজ
মাত্র ৭ বছর বয়সে অভিষেক, ১৫ বছর বয়সে ফিল্মফেয়ার পুরস্কার; তাঁকে হিন্দি সিনেমার আগামীর তারকা ভেবেছিলেন অনেকেই। পরে অনেক সিনেমা করেছেন, যেগুলোর বেশ কয়েকটি হিটও হয়েছে; কিন্তু বলিউডের শীর্ষ তারকা হতে পারেননি তিনি। ক্যারিয়ারজুড়েই নানা বিতর্ক। এই অভিনেত্রী আর কেউ নন, পদ্মিনী কোলহাপুরী। আজ ১ নভেম্বর অভিনেত্রীর জন্মদিন, ৬০ বছরে পা দিলেন তিনি। জন্মদিন উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।
জন্ম ও শুরুর গল্প
১৯৬৫ সালের ১ নভেম্বর মুম্বাইয়ে জন্ম পদ্মিনীর। ১৯৭২ সালে ‘জিন্দেগি’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে ৭ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক। মাত্র ১৫ বছর বয়সে ‘ইনসাফ কা তারাজু’ সিনেমায় অভিনয় করে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এটা ১৯৮০ সালের ঘটনা। তিন বছর পরেই ঋষি কাপুরের সঙ্গে করেন ‘প্রেম রোগ’, সিনেমাটির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।
প্রেমে পড়া, পরিবার ছেড়ে পালিয়ে বিয়ে
২১ বছর বয়সে পদ্মিনী খবরের শিরোনামে আসেন অন্য কারণে। পরিবারের আপত্তি উপেক্ষা করে প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে পালিয়ে বিয়ে করেন। ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন, তবে সেই বিয়ের গল্প সিনেমার চিত্রনাট্যের মতোই নাটকীয়। পরিবারের প্রবল আপত্তি, সমাজের বাধা, আর শেষ পর্যন্ত এক রোমাঞ্চকর পালিয়ে বিয়ে—সব মিলিয়ে একদম বলিউডি প্লট। পদ্মিনী কোলহাপুরী তখন বলিউডের উদীয়মান নায়িকা, আর প্রদীপ শর্মা ছিলেন তাঁর ছবির প্রযোজক। ১৯৮৬ সালের ‘আইসা প্যার কহাঁ’ ছবির শুটিং চলাকালীনই তাঁদের মধ্যে জন্ম নেয় ভালোবাসা। শুরুর দিকে দুজনেই সম্পর্কটি আড়াল রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছিল, তা সেটে থাকা সবার চোখেই পড়ে যায়।