ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে গোগনগরে মানববন্ধন ও বিক্ষোভ
Published: 8th, April 2025 GMT
গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিধ্বস্ত অসহায় নিরিহ ফিলিস্তিনিদের পক্ষে দল মত নির্বিশেষে গোগনগরের সর্বস্তরের জনগণ ও গোগনগর জাতীয়তাবাদী ইউনিয়ন মহিলা দল এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে গোগনগর বড় মসজিদ সংলগ্ন এলাকা হতে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি এবং পরে ফিলিস্তিনি নিহত শিশুর আদলে তৈরী প্রতিকি মরদেহ নিয়ে মানববন্ধন করা হয়।
গোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি পপি হোসাইন বলেন, আমরা মুসলিম, তাই আমাদের নৈতিকতার জায়গা থেকে আজ গোগনগর ইউনিয়ন মহিলা দল ও সর্বস্তরের জনগণের আয়োজনে গাজায় ইসরায়েলীদের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে অবৈধ দখলদার ইসরায়েলীদের নৃশংস গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন, আজ বিশ্ব মানবতা কোথায়? আপনি ট্রাম্প নৃশংস গণহত্যা বন্ধ করুন। নতুবা সাড়া বিশ্বের মুসলিম আপনার বিরুদ্ধে সোচ্চার হবে। অতি দ্রুত্বই গাজার যুদ্ধ বন্ধের আর্দেশ দিন। তানাহলে আপনাকে বিশ্ববাসী বয়কট করবে। আজ গাজায় নিরিহ মানুষ সহ নিষ্পাপ শিশুরা নিহত হচ্ছে।
আপনি বিশ্ব মোড়ল। ভারতেও মুসলিমদের উপর হামলা চালানো হচ্ছে সেখানেও আপনাদের কোন হস্তক্ষেপ নাই। ফিলিস্তিনি শিশুদের আর্তনাদে আমাদের বুক কেঁপে ওঠে। আমরা "মা" তাই সেই শিশুসন্তানের ক্ষুধার যন্ত্রণা আমরা বুঝতে পারি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোন কার্যকর ভূমিকা রাখছেনা।
অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের ভূমি বুঝিয়ে দেওয়া হউক এবং ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশকে ব্যাবসা-বানিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল'র সাংগঠনিক সম্পাদক জহুরা, সহ সাংগঠনিক সম্পাদক শিল্লী আক্তার, প্রচার সম্পাদক শাহিনুর, ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন আরাফাত, যুবদল নেতা খাদেম মোঃ মুকবুল চিশতী, মনির হোসেন সহ গোগনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন শ স গণহত য ইসর য় ল
এছাড়াও পড়ুন:
সিজু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুকুর থেকে সিজু মিয়ার (২৫) লাশ উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে সাংবাদিকদের এ কথা জানান রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট) রুনা লায়লা ও গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরিফুল আলম।
আরো পড়ুন:
অধ্যাপক জওহরলাল বসাকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬
এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের লক্ষ্য।” সিজু নিহত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন সিজু মিয়া। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পুকুরের কচুরিপানার ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
পরদিন শনিবার পুকুরে সিজুকে পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই দিনই গাইবান্ধা পুলিশ সুপারের কর্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। গত রবিবার সিজু নিহতের প্রতিবাদে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সচেতন নাগরিক ও স্থানীয়রা।
নিহত সিজু গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
ঢাকা/মাসুম/মাসুদ