ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে গোগনগরে মানববন্ধন ও বিক্ষোভ
Published: 8th, April 2025 GMT
গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিধ্বস্ত অসহায় নিরিহ ফিলিস্তিনিদের পক্ষে দল মত নির্বিশেষে গোগনগরের সর্বস্তরের জনগণ ও গোগনগর জাতীয়তাবাদী ইউনিয়ন মহিলা দল এর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে গোগনগর বড় মসজিদ সংলগ্ন এলাকা হতে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি এবং পরে ফিলিস্তিনি নিহত শিশুর আদলে তৈরী প্রতিকি মরদেহ নিয়ে মানববন্ধন করা হয়।
গোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি পপি হোসাইন বলেন, আমরা মুসলিম, তাই আমাদের নৈতিকতার জায়গা থেকে আজ গোগনগর ইউনিয়ন মহিলা দল ও সর্বস্তরের জনগণের আয়োজনে গাজায় ইসরায়েলীদের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে অবৈধ দখলদার ইসরায়েলীদের নৃশংস গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন, আজ বিশ্ব মানবতা কোথায়? আপনি ট্রাম্প নৃশংস গণহত্যা বন্ধ করুন। নতুবা সাড়া বিশ্বের মুসলিম আপনার বিরুদ্ধে সোচ্চার হবে। অতি দ্রুত্বই গাজার যুদ্ধ বন্ধের আর্দেশ দিন। তানাহলে আপনাকে বিশ্ববাসী বয়কট করবে। আজ গাজায় নিরিহ মানুষ সহ নিষ্পাপ শিশুরা নিহত হচ্ছে।
আপনি বিশ্ব মোড়ল। ভারতেও মুসলিমদের উপর হামলা চালানো হচ্ছে সেখানেও আপনাদের কোন হস্তক্ষেপ নাই। ফিলিস্তিনি শিশুদের আর্তনাদে আমাদের বুক কেঁপে ওঠে। আমরা "মা" তাই সেই শিশুসন্তানের ক্ষুধার যন্ত্রণা আমরা বুঝতে পারি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কোন কার্যকর ভূমিকা রাখছেনা।
অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের ভূমি বুঝিয়ে দেওয়া হউক এবং ইজরায়েলের সাথে বিশ্বের সকল দেশকে ব্যাবসা-বানিজ্য ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল'র সাংগঠনিক সম্পাদক জহুরা, সহ সাংগঠনিক সম্পাদক শিল্লী আক্তার, প্রচার সম্পাদক শাহিনুর, ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন আরাফাত, যুবদল নেতা খাদেম মোঃ মুকবুল চিশতী, মনির হোসেন সহ গোগনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন শ স গণহত য ইসর য় ল
এছাড়াও পড়ুন:
চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের একজন নারী একটি ফেস্টুন হাতে মানববন্ধনে দাঁড়িয়ে ছিলেন। তাতে লেখা ছিল ‘নদী আমাদের মা, মায়ের বুক ভাঙা চাই না।’ এ রকম আরও বিভিন্ন স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে ছিলেন ভাঙনকবলিত এলাকার মানুষেরা।
জেলার চারঘাট উপজেলা সদরে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এই মানববন্ধন হয়। জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মার ভাঙনকবলিত পাঁচটি গ্রামের মানুষের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এই আয়োজন হয়।
গ্রামবাসীর ভাষ্য, চারঘাট উপজেলার গোপালপুর, রাউথা, পিরোজপুর, সাহাপুর এবং বাঘা উপজেলার চক রাজাপুর, আতারপাড়া এলাকায় পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে আগামীতে ভাঙনের ঝুঁকি আছে। এই আশঙ্কায় ভাঙনকবলিত গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।
এই কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন চারঘাটের পিরোজপুর গ্রামের শাহানাজ বেগম (৪০। তিনি বললেন, ‘আমার বাড়ি নদীর পাড়ের ওপরে ঝুলি আছে। যকুন তকুন ভাইঙ্গি পড়বি।’
একই এলাকা থেকে এসেছেন পারভীনা খাতুন (৩৫)। সঙ্গে তাঁর শিশু ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে এসেছেন। তিনি জানান, নদী একেবারে পায়ের তলায় এসে গেছে। তাঁদের আর পেছনে সরার জায়গা নেই।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদ। তিনি বলেন, পিরোজপুর, গোপালপুর, সাহাপুর এলাকায় দীর্ঘদিন থেকে নদীভাঙন অব্যাহত আছে। এলাকার অন্তত ৫০০ মানুষের ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এলাকার বাস্তুহারা মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। তাঁরা এলাকায় ফিরতে পারছেন না। এই ভাঙনকবলিত এলাকায় এবার যদি বাঁধ নির্মাণের ব্যবস্থা না করা হয়, তাহলে জনগণ আবার রাজপথে নামবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অচল করে দেওয়া হবে। তাঁদের অফিস করতে দেওয়া হবে না।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহীন আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীনুর রহমান, ভাঙনকবলিত এলাকার শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।