ইকুয়েডরের ফুটবলার জ্যাকসন রদ্রিগেজের স্ত্রী ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলেকে অপহরণ করেছে ডাকাতেরা। দেশটির শীর্ষ লিগের ক্লাব এমেলেকের এ ডিফেন্ডারের খোঁজে বাসার দরজা ভেঙে ঢুকেছিল তারা। তদন্তকারীদের জ্যাকসন জানিয়েছেন, সে সময় তিনি বিছানার নিচে লুকিয়ে ছিলেন।

জ্যাকসনের স্ত্রী এবং সন্তান অপহৃত হওয়ার খবরটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বন্দরনগরী গুয়াইয়াকিলে স্থানীয় সময় বুধবার রাত তিনটায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশপ্রধান এদিসন রদ্রিগেজ।

পুলিশপ্রধান জানান, জবানবন্দীতে ২৬ বছর বয়সী রদ্রিগেজ বলেন, বাড়ির সদর দরজা ভেঙে ফেলার শব্দ শুনেই তিনি বিছানার নিচে লুকিয়ে পড়েছিলেন। দ্য সান জানিয়েছে, ডাকাতেরা জ্যাকসনের বাসায় লুটপাটও চালিয়েছে। জ্যাকসন বাসায় আছেন কি না, তাঁর স্ত্রীর কাছে জানতে চেয়েছিল দুষ্কৃতকারীরা। এরপর তাঁর স্ত্রী ও সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশের মতে, জ্যাকসন জানালা দিয়ে দেখেছেন, ‘একটি ধূসর রঙের পিকআপ’ ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা।

ইকুয়েডর সরকার ১০ দিন আগে দেশটির নয়টি স্থানে জরুরি অবস্থা ঘোষণার পর এ ঘটনা ঘটল। এ নয়টি স্থানের মধ্যে গুয়াইয়াস প্রদেশও আছে, যেখানে গুয়াইয়াকিল বন্দরনগরী অবস্থিত। সংঘবদ্ধ অপরাধী চক্রের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা এসব স্থানে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে সহিংস ঘটনা বাড়ছে।

দক্ষিণ আমেরিকার দেশটির সরকারের দাবি অনুযায়ী, চার বছর ধরেই সেখানে অপরাধপ্রবণতা বাড়ার পাশাপাশি জনজীবনে নিরাপত্তা কমেছে আশঙ্কাজনক হারে। যা চলতি বছরের প্রথম কয়েক মাসে আরও বেড়েছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সহিংস ঘটনায় দেশটিতে ২ হাজার ৩৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ইকুয়েডরের রাজধানী কিটো থেকে ১৬৮ মাইল দক্ষিণ–পশ্চিমাঞ্চলের শহর গুয়াইয়াকিলেই মারা গেছেন ৭৪২ জন।

ইকুয়েডরে ফুটবলারদের অপরাধীদের লক্ষ্যবস্তু হওয়া নতুন না। গত বছর ডিসেম্বরে ইকুয়েডরের শীর্ষে লিগের ক্লাব লিগা দে কিটোর ডিফেন্ডার পেদ্রো পেরলাজাকে রাজধানী কিটো থেকে ১১৩ মাইল উত্তর–পশ্চিমাঞ্চলের শহর এসমেরালদাসে অপহরণ করা হয়। কিছুদিন পর তাঁকে উদ্ধার করে পুলিশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ য কসন অপর ধ

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক

বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ। 

অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। 

আরো পড়ুন:

ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই 

সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ। 

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 

ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আগারগাঁওয়ে সেনা অভিযানে অপহৃত ৪ কিশোর উদ্ধার
  • গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
  • অপহরণে বাঁধা দেওয়ায় যুবককে গুলি করে হত্যা, আটক ৩
  • অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ অপহরণকারী আটক
  • ছাড়া পেলেন অপহৃত কৃষক, এক অপহরণকারী অস্ত্রসহ গ্রেপ্তার