১০% বোনাস লভ্যাংশ দেবে এমটিবি, মুনাফা বেড়েছে ১০.৬৫%
Published: 29th, April 2025 GMT
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ–সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য পাওয়া গেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ টাকা ২২ পয়সা আয় হয়েছে। আগের বছর যেখানে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৯১ পয়সা।
সর্বশেষ বছরে সমন্বিতভাবে নগদ অর্থপ্রবাহ ছিল ৫০ টাকা ২২ পয়সা; আগের বছর যা ছিল ১৫ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৯৪ পয়সা।
ঘোষণায় বলা হয়েছে, কোম্পানির পুঁজিভিত্তি শক্তিশালী করতে ও ব্যবসায়িক প্রবৃদ্ধির গতি বৃদ্ধি করতে ব্যাসেল ৩ নীতিমালা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। সংশ্লিষ্ট বছরের মুনাফা থেকেই এই লভ্যাংশ দেওয়া হয়েছে। অনর্জিত মুনাফা বা মজুত থেকে এই স্টক লভ্যাংশ দেওয়া হয়নি।
বিষয়টি হলো, বোনাস শেয়ার দেওয়ার মাধ্যমে কোম্পানি নগদ অর্থ ধরে রাখতে পারে। লভ্যাংশ দেওয়া হলে কোম্পানির তহবিল থেকে অর্থ বেরিয়ে যায়, কিন্তু বোনাস শেয়ারের ক্ষেত্রে তেমন হয় না। এই সংরক্ষিত নগদ অর্থ কোম্পানি ভবিষ্যতের বিনিয়োগ বা অন্য কোনো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করা যায়।
আগামী ৯ জুলাই সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।
এমটিবির খেলাপি ঋণের পরিমাণ একেবারেই কম। পাঁচ বছরে যেসব ঋণ গেছে, তার খেলাপির হার ১ শতাংশের কম। গত বছর আমাদের ব্যাংকের আমানত ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৩ হাজার ১৮৭ কোটি টাকা। আর ঋণ ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৩০ হাজার ১০৫ কোটি টাকা। পরিচালন মুনাফা ৩৮ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১০৬ কোটি টাকা।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
নগদ লভ্যাংশ পাঠিয়েছে শাহজালাল ব্যাংক
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহজালাল ইসলামী ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
রেনেটার প্রেফারেন্স শেয়ার অনুমোদন
পুঁজিবাজারে আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/বকুল