অরিন্দমের বিরুদ্ধে স্ত্রীর গুরুতর অভিযোগ
Published: 29th, April 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার প্রশংসিত অভিনেতা-নির্মাতা অরিন্দম শীল। তার বিরুদ্ধে একাধিক নারী যৌন হেনস্তা, অশালীন আচরণের অভিযোগ করেছেন। মামলাও দায়ের করেছেন কেউ কেউ। এ নিয়ে টানা আলোচনায় রয়েছেন ‘আবর্ত’ নির্মাতা।
কয়েক দিন আগে অরিন্দম অভিযোগ করেন, টলিউডের অনেকে টাকার বিনিময়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করেছেন। তারপরই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সুদীপ্তা, বিদিপ্তা, বিরসা, রূপাঞ্জনা, দেবলীনাসহ অনেক তারকাই। এরপর অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জোরালো হয়েছে। এই আগুনে সর্বশেষ ঘি ঢাললেন অরিন্দমের স্ত্রী তনুরুচি শীল।
বলে রাখা ভালো, ১৯৯২ সালে ভালোবেসে বিয়ে করেন অরিন্দম শীল-তনুরুচি। যদিও ১৯৯৯ সাল থেকে আলাদা থাকছেন তারা। আইনত এখনো তাদের ডিভোর্স হয়নি। মামলা চলমান। তবে অরিন্দম শীল এখন শুক্লা দাসের সঙ্গে থাকেন।
আরো পড়ুন:
মেয়েদের সবকিছুতেই জ্বালা: রাতাশ্রী
‘বন্ড সই’ দিয়ে হাসপাতাল থেকে শুটিংয়ে ফেরেন কাঞ্চন
অরিন্দমের অমানবিক আচরণের ঘটনা উল্লেখ করে তনুরুচি বলেন, “শুক্লা আর আমি একই অফিসে কাজ করতাম। আমার বাবা মারা যাওয়ার পর জানতে পারি, শুক্লা আর অরিন্দম প্রেম করছে। ওরা আমার চোখের সামনে দিয়েই দার্জিলিং গেল। আমার বাবা তখন হঠাৎই মারা গেছেন, সেই সময় স্বামী পাশে থাকার কথা, তার বদলে উনি আমাকে তাড়িয়ে দিলেন।”
প্রাপ্য সম্পত্তি থেকেও স্ত্রীকে বঞ্চিত করেছেন অরিন্দম। তা জানিয়ে তনুরুচি বলেন, “আমাদের জয়েন্ট প্রপার্টি ছিল, সেটা ওরা এখনো দখল করে রেখেছে। অরিন্দমই বিবাহবিচ্ছেদের আবেদন করেছিল, সেই প্রক্রিয়া এখনো চলছে। কারণ আমার ওই জয়েন্ট প্রপার্টি নিয়ে মামলা চলছিল, সেটা প্রমাণিত যে ওই সম্পত্তির ৫০ শতাংশ মালিক আমি। তবে এখনো ওরা ওটা আমাকে দেয়নি। মাঝে অবশ্য করোনা গেছে। আমি খোরপোষ চাইনি। কারণ আমি চাকরি করতাম, ওদের কোনো অর্থ নিতে চাইও না। তবে আমার প্রাপ্যটা বুঝে নিতে চাই।”
অরিন্দম-শুক্লার ভালোবাসা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে তনুরুচি বলেন, “এতই যদি ওদের ভালোবাসা, তাহলে আবার কেন মিটু কেসে জড়াচ্ছে?”
গত বছর টলিউডের এক অভিনেত্রী অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেন। এ নিয়ে মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর অরিন্দমকে ডিরেক্টর্স গিল্ড থেকে বরখাস্ত করা হয়। এরপর অরিন্দমের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী অভিনেত্রী। ২০২০ সালেও অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। ওই সময়ে এ অভিনেত্রী বলেছিলেন— “অরিন্দম শীল অত্যন্ত বদমাশ, বদ লোক।” তবে অরিন্দমের বর্তমান সঙ্গী শুক্লা দাসের দাবি, অরিন্দম ভালো মানুষ।
১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অরিন্দম শীলের। একই বছর তিনি আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।
তার আরেক পরিচয় তিনি একজন পরিচালক ও প্রযোজক। ২০১৩ সালে ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান এই অভিনেতা। অভিনয়ে যেমন তিনি নিজেকে প্রমাণ করেছেন তেমনি ‘এবার শবর’, ‘হর হর ব্যোমকেশ’, ‘স্বাদে আহ্লাদে’, ‘ঈগলের চোখ’ তৈরি করেও নির্মাতা হিসেবে জাত চিনিয়েছেন অরিন্দম শীল।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন
এছাড়াও পড়ুন:
‘আমি থানার ওসি, আপনার মোবাইল হ্যাকড হয়েছে’
‘আমি থানার ওসি বলছি। আপনার মোবাইল ফোন হ্যাকড হয়েছে। আমাদের সাইবার টিম এটা নিয়ে কাজ করছে। হ্যাকারের পরিচয় শনাক্ত করতে আপনার হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠানো হয়েছে, সেখানে ক্লিক করুন।’ এমন ফোন পেয়ে ঘাবড়ে গিয়ে কথামতো লিংকে ঢোকেন মুঠোফোনের মালিক। এরপর ফোনের মালিক জানতে পারেন, তাঁর নম্বর থেকে পরিচিত বন্ধু, সহকর্মী ও স্বজনদের কাছ থেকে তাঁর নাম করে টাকা চাওয়া হচ্ছে। যখন বুঝতে পারেন তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন, ততক্ষণে দেরি হয়ে গেছে।
মুঠোফোনে এমন প্রতারণা শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। আজ বুধবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করা হয়। হ্যাকড হওয়ার পর থেকেই তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে সহ-উপাচার্য নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অধ্যাপক কামাল উদ্দিন।
আজ দুপুরে ফেসবুকে সহ–উপাচার্য লেখেন, ‘আসসালামু আইলাইকুম, কিছুক্ষণ পূর্বে আমার হোয়াটসঅ্যাপ ও বিকাশ নাম্বার প্রতারক হ্যাক করেছে। দয়া করে প্রতারিত হবেন না।’
জানতে চাইলে অধ্যাপক মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ দুপুরে কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে একজন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেন। পরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একটা লিংক পাঠানো হয়। তিনি এই লিংকে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়। এরপর এ নম্বর থেকে বিভিন্নজনের কাছে টাকা চাওয়া হয়। তখনই তিনি হ্যাকড হওয়ার বিষয়টি টের পান।
প্রতারণার শিকার হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন