হিলি বাজারে উঠেছে সুস্বাদু হিমসাগর আম
Published: 6th, May 2025 GMT
দিনাজপুরের হিলি বাজারে উঠেছে সাতক্ষীরার সুস্বাদু ও রসালো হিমসাগর আম। দাম কেজিপ্রতি ২০০ টাকা হাঁকাচ্ছে। মৌসুমে এই প্রথম বাজারে আম উঠেছে। দাম অনেকটা বেশি হলেও কিনছেন অনেকেই।
সোমবার (৫ মে) হিলি চারমাথা মোড়ে বেলাল হোসেন নামে একজন আম ব্যবসায়ী দুই ডালা ভর্তি হিমসাগর আম ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। মৌসুমের নতুন আম দেখে ভিড় করছেন পথচারী। দর-দাম করছেন।
হিমসাগর আম কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, “আমাদের এলাকার আম এখনও বাজারে আসতে দেরি আছে। তবে হিলিতে মৌসুমে এই প্রথম আম দেখলাম। এটা সাতক্ষীরার হিমসাগর আম। দেখে লোভ সামলাতে পারলাম না। দামটা অনেক বেশি, তবুও ২০০ টাকা দিয়ে এক কেজি কিনলাম।”
আবু তালেব নামের আর একজন ক্রেতা বলেন, “সাতক্ষীরার হিমসাগর আম দেখতেও সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। আমের মৌসুমে এই আম সবার আগে বাজারে আসে। পরিবারের জন্য দেড় কেজি আম কিনলাম।”
আম ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, “আমার বাড়ি দিনাজপুরে। দিনাজপুর বাহাদুর বাজারের আড়ৎ থেকে আমগুলো পাইকারি কিনেছি। এগুলো সাতক্ষীরার হিমসাগর আম, কেউ কেউ গোবিন্দভোগ আম বলেন। এই আম খুব সুস্বাদু এবং রসালো। ২০০ টাকা কেজি খুচরা বিক্রি করছি। বছরের নতুন আম দেখে অনেকেই কিনছেন। আবার আম না কিনলেও দোকানের সামনে এসে এক নজর দেখছেন। দরদাম করছেন।“
ঢাকা/মোসলেম/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ২০০ ট ক আম দ খ করছ ন
এছাড়াও পড়ুন:
গাজার শিশুদেরকে পোপ ফ্রান্সিসের শেষ উপহার ‘পোপমোবাইল’ গাড়ি
যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জন্য এক ব্যতিক্রমী উপহার দিয়ে গেলেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর আগে তিনি তাঁর ব্যবহৃত একটি ‘পোপমোবাইল’ গাড়ি গাজার শিশুদের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতালে রূপান্তর করতে দান করেন।
২০১৪ সালে বেথেলহেম সফরে তিনি এই গাড়িটি ব্যবহার করেছিলেন। পরে গাড়িটি তার সফরের স্মৃতি হিসেবে দীর্ঘদিন সংরক্ষিত ছিল। এখন সেটি মেরামত করে চিকিৎসা সরঞ্জামসহ প্রস্তুত করা হয়েছে। গাড়িটিতে ওষুধ রাখার ফ্রিজ ও চিকিৎসক দলের সঙ্গে থাকবেন একজন ড্রাইভার। ইসরায়েল মানবিক করিডোর খুলে দিলে মোবাইল ক্লিনিকটি গাজায় পৌঁছাবে।
মোবাইল ক্লিনিকটিকে পোপের ‘শেষ উপহার’ বলে শ্রদ্ধা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, ‘ফিলিস্তিন একজন বিশ্বস্ত বন্ধু ও মানবাধিকারের এক অনড় সমর্থককে হারিয়েছে। বিশ্ব যখন গাজার শিশুদের রক্ষা করতে ব্যর্থ, তখন পোপ ফ্রান্সিস এই উপহারের মাধ্যমে শান্তি ও মানবতার বার্তা দিয়ে গেছেন’।