ইয়াঙ্গুন দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টাকে ঢাকায় ফেরার আদেশ
Published: 16th, May 2025 GMT
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দেশে ফেরার আদেশ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৩ মে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনের দেশে প্রত্যাবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তবে শুক্রবার রাতে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আফতাব হোসেন আগামী তিন থেকে চার দিনের মধ্যে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনের ইয়াঙ্গুনে দায়িত্ব পালনের ব্যাপ্তি সম্পর্কে সূত্রটি জানিয়েছে, তিনি দুই বছরের কিছুটা বেশি সময় মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করেছেন, যা এ ধরনের দায়িত্বের ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক সময় হিসেবে বিবেচিত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৩ মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো.
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীসমূহ পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফত ব হ স ন
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটির সমন্বয়ে শনিবার খোলা পুঁজিবাজার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ খোলা রয়েছে পুঁজিবাজার। ঈদ উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন টানা ১০ দিন সরকারি ছুটি থাকবে। এ সময় দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটি সমন্বয় করতে ঈদের আগের দুই সপ্তাহের শনিবার যথাক্রমে ১৭ ও ২৪ মে পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের ছুটিও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) পুঁজিবাজার বন্ধ থাকবে। ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার পুঁজিবাজার খোলা থাকবে। এছাড়া, ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১৫ জুন নিয়মিত সময়সূচি অনুসারে পুঁজিবাজার চালু হবে।
শনিবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজ ডিএসই খোলা রয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির সমন্বয় করতে ঈদের আগের দুইটি শনিবার যথাক্রমে ১৭ ও ২৪ মে ডিএসই খোলা থাকবে।”
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রান্ডিং ডিপার্টমেন্টের পিএন্ডসিআর তানিয়া বেগম শনিবার সিএসইর লেনদেনে চালুর বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন।
ঢাকা/এনটি/ইভা