শক্তিশালী ভূমিকম্পের আঘাত গ্রিসে, কাঁপল ইসরায়েলও
Published: 22nd, May 2025 GMT
ইউরোপের দেশ গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। দেশটির ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। গ্রিসে এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলেও।
বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বৃহস্পতিবার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.
ভূমিকম্পের পর জিএফজেড এর দেওয়া রিপোর্টে ৬.০ মাত্রার বলা হয়। তবে এই ঘটনায় এখনও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এদিকে গ্রিসে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই ভূমিকম্পের কম্পন ইসরায়েলের মধ্যাঞ্চলেও অনুভূত হয়েছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ভৌগলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়। এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল ভ ম কম প ভ ম কম প র ইসর য় ল
এছাড়াও পড়ুন:
বাইকের সরঞ্জাম কেনাকাটার ফাঁকে চায়ের আড্ডা চলবে ডিসিএসে
বাইক অ্যাক্সেসোরিজ কিনতে এসে যদি বাইকপ্রেমীরা রেস্তোরাঁয় আড্ডা মারার মতো পরিবেশ পান, তাহলে কেমন হয় বলুন তো? বিষয়টি নিঃসন্দেহে বাইকপ্রেমীদের কেনাকাটায় বাড়তি মাত্রা যোগ করবে। বাইকারদের কেনাকাটা আনন্দময় করতে বাংলাদেশে প্রথমবারের মতো মোটরসাইকেল অ্যাক্সেসোরিজের শোরুমে ক্যাফের ধারণা নিয়ে এসেছে ডিসিএস মোটরস্পোর্টস এএলসি।
রাজধানী মোহাম্মদপুরের রিং রোডের জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ডিসিএস মোটরস্পোর্টস ব্যতিক্রমী ধারণার এই শোরুমটি চালু করেছে।
শোরুমটির কর্ণধার মাহিদুল হক চৌধুরী বলেন, “বাইকার ও তরুণদের বাইক সরঞ্জাম কেনায় বাড়তি মাত্রা যোগ করতে আমরা বাংলাদেশে ব্যতিক্রমী এই ধারণাটি নিয়ে এসেছি। এখানে এসে ক্রেতারা মোটরসাইকেলের বিভিন্ন সরঞ্জাম যেমন: হেলমেট, প্রিমিয়াম রেইনকোট ও সিকিউরিটি লক কিনতে পারবেন। পাশাপাশি, আমাদের শোরুমের ক্যাফেতে বসে কেনাকাটার ফাঁকে বাইকপ্রেমীরা চায়ের আড্ডা জমিয়ে তুলতে পারবেন।”
ডিসিএস মোটরস্পোর্টস জানিয়েছে, তাদের মোহাম্মদপুরের শো-রুমে এমটি, ইওহি, এলএসটু সহ বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা এই শোরুম থেকে আযরাক ব্র্যান্ডের বিভিন্ন পারফিউম কিনতে পারবেন।
শোরুমের ঠিকানা: মোহাম্মদপুর রিং রোড, রোড: ১, হাউজ: ২, দোকান নম্বর: ১।
ঢাকা/শাহেদ