বার্সাকে ‘আমাদের ঘর’ লিখলেন স্ত্রী, রাফিনিয়া বললেন, সেই ঘরেই শেষ দিন পর্যন্ত থাকতে চাই
Published: 23rd, May 2025 GMT
ইনস্টাগ্রামে রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেল্লোলি ছবিটি পোস্ট করেছেন গতকাল রাতে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে রাফিনিয়া। নাতালিয়া ও লাপোর্তার হাতে বার্সার একটি জার্সি। সেখানে রাফিনিয়ার নাম লেখা এবং জার্সি নম্বর ২০২৮! নাতালিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঘর।’
নিশ্চয়ই বুঝে ফেলেছেন, ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সা। দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই গতকাল রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করে কাতালান ক্লাবটি।
আরও পড়ুনইউরোপে ‘ভয়ংকর’ বার্সাকে ফিরিয়ে আনার প্রতিদান পেলেন ফ্লিক১২ ঘণ্টা আগেলিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে বার্সায় যোগ দিয়ে সে মৌসুমে লা লিগা জিতেছিলেন রাফিনিয়া। পরের মৌসুমটি বাজে কাটায় ক্লাবটি ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কোচ হান্সি ফ্লিকের অনুরোধে শেষ পর্যন্ত থেকে যান রাফিনিয়া। বাকিটা প্রায় সবারই জানা। এ মৌসুমে বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল ২৮ বছর বয়সী এ উইঙ্গারের।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৫৬ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫ গোল করিয়েছেন রাফিনিয়া। বার্সা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও ১৩ গোল নিয়ে প্রতিযোগিতাটির এ মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও টিকে আছেন ভালোভাবে।
বার্সায় সুখের দিন কাটছে রাফিনিয়া ও নাতালিয়ার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আর্থিক প্রতিষ্ঠানের আমানতও বিমার আওতায় আসবে
ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদেরও বিমার আওতায় আনা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়ন হলে গ্রাহকেরা তাঁর আমানতের বিপরীতে দুই লাখ টাকা পাবেন। এ অর্থ তাঁদেরকে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ১৭ কার্যদিবসের মধ্যে দিতে হবে।
ব্যাংকের আমানতকারীরা এখনই এই সুবিধার আওতায় এলেও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের এ জন্য অপেক্ষা করতে হবে। বিদ্যমান আর্থিক প্রতিষ্ঠান এবং নতুন লাইসেন্সপ্রাপ্তরা ২০২৮ সালের ১ জুলাই থেকে এই আইনের আওতায় তহবিলের সদস্য হবেন এবং ওই বছরের ৩১ জুলাইয়ের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দেবেন। ফলে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা আড়াই বছর পর এই সুবিধার আওতায় আসবেন। এই সুবিধা কার্যকর হলে আর্থিক খাতের প্রায় ৯৩ শতাংশ আমানতকারী বিমার আওতায় চলে আসবেন। প্রতি তিন বছরে একবার এ সীমা পর্যালোচনা করা হবে।
এমন বিধান রেখে সরকার ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ প্রণয়ন করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
জানা যায়, পুরোনো আইনে কোনো ব্যাংক বন্ধ হলে বিমার আওতায় গ্রাহকেরা পেতেন সর্বোচ্চ এক লাখ টাকা। এ অর্থ তাঁদের দেওয়ার বিধান ছিল ১৮০ দিনের মধ্যে। তবে ব্যাংক আমানত বিমা আইনে ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে গ্রাহকেরা কত ক্ষতিপূরণ পাবেন, তার কোনো উল্লেখ ছিল না। নতুন অধ্যাদেশে ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদেরও সুরক্ষা দেওয়া হয়েছে। তাঁরা ব্যাংকের গ্রাহকের মতো একই পরিমাণ ক্ষতিপূরণ পাবেন।
এ বিষয়ে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) ভাইস চেয়ারম্যান ও অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা প্রথম আলোকে বলেন, আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা দ্রুত বিমার আওতায় এলে এই খাতের জন্য ভালো হয়। এতে সবার মধ্যে স্বস্তি ফিরে আসবে, যা পুরো খাতকে আবারও চাঙা করতে ভূমিকা রাখবে।
পৃথক তহবিল ও বিভাগ গঠন হবে
সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে আমানত সুরক্ষা তহবিল (ব্যাংক) ও আমানত সুরক্ষা তহবিল (আর্থিক প্রতিষ্ঠান) নামে দুটি পৃথক তহবিল থাকবে। তহবিল দুটি পরস্পর বিনিয়োগযোগ্য হবে না এবং পরস্পরের মধ্যে ঋণ আদান-প্রদান করতে পারবে না। তহবিল পরিচালনা ও প্রশাসনের জন্য একটি ট্রাস্টি বোর্ড থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ এ তহবিলের ট্রাস্টি বোর্ড হবে। তবে তহবিলটি অন্যান্য তহবিল থেকে স্বতন্ত্র হবে এবং বাংলাদেশ ব্যাংকের দায় ও সম্পদের অন্তর্ভুক্ত হবে না। তহবিল পরিচালনায় ‘আমানত সুরক্ষা বিভাগ’ নামে একটি পৃথক বিভাগ গঠন করা হবে এবং এটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগ থেকে পৃথক ও স্বতন্ত্র হবে।
অধ্যাদেশ জারির পর বিদ্যমান আইন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে আমানত সুরক্ষা তহবিলের সদস্য হিসেবে গণ্য হবে। কোনো নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হলে সেটিও আইন অনুযায়ী তহবিলের সদস্য হিসেবে গণ্য হবে। তবে লাইসেন্স প্রাপ্তির এক মাসের মধ্যে জমা দিতে হবে প্রারম্ভিক প্রিমিয়াম। বিদ্যমান আর্থিক প্রতিষ্ঠান এবং নতুন লাইসেন্সপ্রাপ্তরা ২০২৮ সালের ১ জুলাই থেকে এই আইনের আওতায় তহবিলের সদস্য হবে এবং ওই বছরের ৩১ জুলাইয়ের মধ্যে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দেবে।
কার কত প্রিমিয়ার
নতুন অধ্যাদেশে প্রিমিয়াম হারের পরিমাণ হচ্ছে পরিশোধিত মূলধনের দশমিক ৫০ শতাংশ বা ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত পরিমাণ। তবে এটি পরিশোধিত মূলধনের দশমিক ৫০ শতাংশের কম হবে না। সংশোধিত অধ্যাদেশে আমানত সুরক্ষা তহবিল থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর রেজল্যুশনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর্থিক সহায়তা প্রদানের বিধান রাখা হয়েছে। এ বিধানের আলোকে একীভূত হওয়ার প্রক্রিয়াধীনে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকের গ্রাহকদের আমানতের সুরক্ষায় ১২ হাজার কোটি টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এ তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অধিক মুনাফার চেয়ে নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র, বৈচিত্র্য ও তহবিলের তারল্য সংরক্ষণকে প্রাধান্য দেওয়া হয়েছে, অধ্যাদেশে উল্লেখ করা হয়।