ইনস্টাগ্রামে রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেল্লোলি ছবিটি পোস্ট করেছেন গতকাল রাতে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে রাফিনিয়া। নাতালিয়া ও লাপোর্তার হাতে বার্সার একটি জার্সি। সেখানে রাফিনিয়ার নাম লেখা এবং জার্সি নম্বর ২০২৮! নাতালিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঘর।’

নিশ্চয়ই বুঝে ফেলেছেন, ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সা। দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই গতকাল রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করে কাতালান ক্লাবটি।

আরও পড়ুনইউরোপে ‘ভয়ংকর’ বার্সাকে ফিরিয়ে আনার প্রতিদান পেলেন ফ্লিক১২ ঘণ্টা আগে

লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে বার্সায় যোগ দিয়ে সে মৌসুমে লা লিগা জিতেছিলেন রাফিনিয়া। পরের মৌসুমটি বাজে কাটায় ক্লাবটি ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কোচ হান্সি ফ্লিকের অনুরোধে শেষ পর্যন্ত থেকে যান রাফিনিয়া। বাকিটা প্রায় সবারই জানা। এ মৌসুমে বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল ২৮ বছর বয়সী এ উইঙ্গারের।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৫৬ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫ গোল করিয়েছেন রাফিনিয়া। বার্সা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও ১৩ গোল নিয়ে প্রতিযোগিতাটির এ মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও টিকে আছেন ভালোভাবে।

বার্সায় সুখের দিন কাটছে রাফিনিয়া ও নাতালিয়ার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্সাকে ‘আমাদের ঘর’ লিখলেন স্ত্রী, রাফিনিয়া বললেন, সেই ঘরেই শেষ দিন পর্যন্ত থাকতে চাই

ইনস্টাগ্রামে রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া বেল্লোলি ছবিটি পোস্ট করেছেন গতকাল রাতে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ও নাতালিয়ার মাঝে সন্তান কোলে দাঁড়িয়ে রাফিনিয়া। নাতালিয়া ও লাপোর্তার হাতে বার্সার একটি জার্সি। সেখানে রাফিনিয়ার নাম লেখা এবং জার্সি নম্বর ২০২৮! নাতালিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ঘর।’

নিশ্চয়ই বুঝে ফেলেছেন, ব্রাজিলিয়ান উইঙ্গারের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সা। দারুণ এক মৌসুম কাটানোর পুরস্কার হিসেবেই গতকাল রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়ন করে কাতালান ক্লাবটি।

আরও পড়ুনইউরোপে ‘ভয়ংকর’ বার্সাকে ফিরিয়ে আনার প্রতিদান পেলেন ফ্লিক১২ ঘণ্টা আগে

লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে বার্সায় যোগ দিয়ে সে মৌসুমে লা লিগা জিতেছিলেন রাফিনিয়া। পরের মৌসুমটি বাজে কাটায় ক্লাবটি ছেড়ে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কোচ হান্সি ফ্লিকের অনুরোধে শেষ পর্যন্ত থেকে যান রাফিনিয়া। বাকিটা প্রায় সবারই জানা। এ মৌসুমে বার্সার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল ২৮ বছর বয়সী এ উইঙ্গারের।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৫৬ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ২৫ গোল করিয়েছেন রাফিনিয়া। বার্সা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেও ১৩ গোল নিয়ে প্রতিযোগিতাটির এ মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও টিকে আছেন ভালোভাবে।

বার্সায় সুখের দিন কাটছে রাফিনিয়া ও নাতালিয়ার

সম্পর্কিত নিবন্ধ