পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির চাল বিতরণের সময় টাকা আদায়ের অভিযোগে এক ইউপি সচিবকে প্রায় দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত আটটার দিকে মাধবখালী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব হিসেবে কর্মরত।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল দিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের ৩২৬ জন নারীদের প্রতিজনকে ১৫০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় জানাজানি হয়, পরিবহন খরচ বাবদ উপকারভোগীদের কাছ থেকে ৫০০ টাকা করে আগেই নেওয়া হয়েছে। এ নিয়ে ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে ইউপি সচিব হুমায়ুনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রাত আটটায় তাঁকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে ওই ইউপি সচিবকে উদ্ধার করে নিয়ে যান ইউএনও তরিকুল ইসলাম ও সেনাবাহিনীর সদস্যরা।

অভিযোগের বিষয়ে হুমায়ুন কবির বলেন, উপজেলা সদর থেকে মাধবখালী পর্যন্ত এসব চাল পৌঁছাতে পরিবহন খরচ মেটাতে সবার সিদ্ধান্তে ভুক্তভোগীদের কাছ থেকে ৫০০ কা উত্তোলন করা হয়েছে। যার মধ্যে থেকে পরিবহন খরচ বাবদ ৪২ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। ইউপি প্রশাসক (উপজেলা সমাজসেবা কর্মকর্তা), ইউপি সদস্য, চৌকিদার, দফাদারসহ সবাই মিলে এ সিদ্ধান্ত নেন।

তবে মাধবখালী ইউপির দফাদার শফিকুল ইসলাম বলেন, চাল উত্তোলনের দুই দিন আগে উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ৫০০ টাকা করে সংগ্রহ করেছেন। হুমায়ুন কবির এ কাজ করতে বলেছেন।

টাকা উত্তোলনের বিষয়টি জানেন না বলে মন্তব্য করেছেন মাধবখালী ইউপির প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, উপকারভোগীদের কাছ থেকে উত্তোলন করা টাকা ফেরত দেওয়া হবে। সরকারি খরচে চাল পরিবহনের ব্যয় মেটানো হবে।

ইউএনও তরিকুল ইসলাম বলেন, উপকারভোগীদের কাছ থেকে নেওয়া টাকা আজ মঙ্গলবারের মধ্যে ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। টাকা উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম পর বহন উপজ ল

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ