বন্দরে ১ সন্তানের জনক আক্তারের আত্মহত্যা
Published: 27th, May 2025 GMT
বন্দরে ১ সন্তানের জনক আক্তার হোসেন (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি আক্তার হোসেন সুদূর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার চন্ডিপুর লামারগাও এলাকার সামছুল ইসলাম মিয়ার ছেলে।
বর্তমানে সে বন্দর থানার কুড়িপাড়াস্থ আব্দুল হাকিম মিয়ার বাড়িতে দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। আত্মহত্যা ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে
। গত সোমবার (২৬ মে) বেলা ১২টা থেকে ১টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার কুড়িপাড়াস্থ উল্লেখিত ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহত্যাকারি ছোট ভাই জাহিদ হোসেন বাদী হয়ে গত সোমবার রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, আত্মহত্যা ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
গভীররাতে ভূকম্পন অনুভূত
গভীররাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, মাঝারি মানের এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.২। এটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায় ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এ ভূমিকম্প হয়। বাংলাদেশে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারেও এ কম্পন অনুভূত হয়েছে।