শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প
Published: 31st, May 2025 GMT
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩০ মে) চীনের বিরুদ্ধে বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ট্রাম্প জানান, তিনি শি’র সঙ্গে কথা বলতে চান। খবর আনাদোলুর।
শুক্রবার ট্রাম্প অভিযোগ করেন, চীন এই মাসের শুরুতে জেনেভায় ঘোষিত একটি বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গতমাসে তীব্র বাণিজ্য যুদ্ধে বেকায়দায় পড়েছিল বিশ্ব বাণিজ্য। জেনেভায় দেশ দুটির মধ্যে প্রাথমিক সমঝোতা হওয়ায় বিশ্ব বাণিজ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই, ট্রাম্পের নতুন অভিযোগ বিশ্ব বাণিজ্যকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
আরো পড়ুন:
‘বন্ধুত্বহীন ও হস্তক্ষেপকারী’: শীর্ষ মার্কিন কূটনীতিককে তিরস্কার করল কিউবা
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প
শুক্রবার (৩০ মে) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা (চীন) আমাদের করা চুক্তির একটি বড় অংশ লঙ্ঘন করেছে। আমি নিশ্চিত যে আমি প্রেসিডেন্ট শি’র সঙ্গে কথা বলব এবং আশা করি আমরা এটি সমাধান করব।”
গত ১০-১১ মে, সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিদের মধ্যে ম্যারাথন বৈঠকের পর একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি হয়। চুক্তি অনুয়ায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির উপর মার্কিন শুল্ক সাময়িকভাবে ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করতে সম্মত হয়। অন্যদিকে চীন আমেরিকান পণ্যের উপর তার আমদানি শুল্ক সাময়িকভাবে ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করতে সম্মত হয়।
শুক্রবার সকালে সামজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প দাবি করেন, তার আরোপ করা শুল্কের কারণে চীন ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে, কারখানাগুলো বন্ধ হয়ে গেছে এবং নাগরিক অস্থিরতা বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনকে বাঁচাতে দেশটির সঙ্গে দ্রুত একটি বাণিজ্য চুক্তি করেছেন তিনি। এর পরে চীনা অর্থনীতি আবার স্বাভাবিক হয়ে উঠেছে।
ট্রাম্প বলেন, “সবাই খুশি ছিল! এটাই তো ভালো খবর!!! তবে খারাপ খবর হলো যে চীন, আমেরিকার সঙ্গে তার চুক্তি সম্পূর্ণরূপে লঙ্ঘন করেছে। সম্ভবত কারো কারো কাছে এটি অবাক হওয়ার মতো খবর নয়।”
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ জানিয়েছেন, সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার এবং অন্যান্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে চীন।
তিনি বলেছেন, “চীন আবারো মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ভুল পদক্ষেপগুলো অবিলম্বে সংশোধন করার, চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক নিষেধাজ্ঞা বন্ধ করার এবং জেনেভায় উচ্চ স্তরের আলোচনায় উপনীত ঐকমত্যকে যৌথভাবে বজায় রাখার আহ্বান জানিয়েছে।”
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র শ ক রব র
এছাড়াও পড়ুন:
দুর্নীতির মামলায় শেখ হাসিনার পরিবারের ৭ সদস্যের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও সুলতান মাহমুদ।
আগামী ১১ ও ১৩ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের ঠিক করা হয়েছে।
মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ছয়টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরা হয়। শুনানি নিয়ে আদালত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।
এর আগে গত ২০ জুলাই পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে করা মামলাটি এই আদালতে বদলি হয়।
দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, সম্প্রতি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ছয়টি মামলায় শেখ হাসিনাসহ অন্যদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে মামলাগুলো বিচারের জন্য অন্য আদালতে বদলির আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় গত এপ্রিলে শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিনটি মামলায় তাঁদের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। তিনটি মামলায় তাঁদের ছাড়াও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।
২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক।
পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত ১০ মার্চ অভিযোগপত্রের অনুমোদন দেয় দুদক।