টিসিবিতে চাকরি, ২২ পদের জন্য আবেদন করুন দ্রুত
Published: 1st, June 2025 GMT
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সম্প্রতি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ৬ পদে মোট ২২ জনকে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও পদসংখ্যা১. সহকারী পরিচালক
পদের সংখ্যা: ৭
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
২.
কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৭
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৩
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
৬. গাড়ি চালক (ড্রাইভার)
পদের সংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়১২ মে ২০২৫আবেদনের বয়স ও অন্যান্য তথ্যআবেদনকারীর বয়স ১/০৫/২০২৫ সালে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৫ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
* সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
*সব চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এ ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
*নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও প্রচলিত কোটাপদ্ধতি অনুসরণ করা হবে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা–ও অনুসরণ করা হবে।
*মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স/প্রশিক্ষণের সনদপত্র/অভিজ্ঞতার সনদপত্রসহ) জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরমসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এ ছাড়া প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং আবেদনকারী কোনো কোটার দাবিদার হলে দাবির সমর্থনে সরকারের সর্বশেষ জারি করা নীতিমালা অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
আরও পড়ুনচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদ ২৮, আবেদন ফি ১০০১৪ মে ২০২৫আবেদন পূরণের নিয়মাবলি ও শর্তাবলিপরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://tcb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে ১২ মে সকাল ১০টায় শুরু হয়েছে।
আবেদন জমাদানের শেষ দিনআবেদনপত্র জমাদানের শেষ দিন আগামীকাল ২ জুন (২/৬/২০২৫) বিকেল ৫টা।
এ সময়ের মধ্যে ইউজার আইডি (User ID) পাওয়া প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করবেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদ র স খ য পর ক ষ সরক র
এছাড়াও পড়ুন:
শিক্ষা ও চিকিৎসার দুটি বিশেষ বিসিএস দ্রুত শেষ করতে চায় সরকার
দ্রুত সময়ের মধ্যেই শিক্ষার বিশেষ বিসিএসটি শেষ করতে চায় সরকার। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দ্রুত করার তাগিদ দেওয়া হয়েছে। ৪৮তম বিশেষ বিসিএসের মতো এই বিসিএসও সরকারের বিশেষ গুরুত্বের তালিকায় আছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনের নব নিয়োগ শাখার এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পরপর দুটি বিসিএস নিয়ে চিকিৎসক ও শিক্ষা ক্যাডারে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টিকে সরকার খুব গুরুত্ব দিচ্ছে। এ জন্য ইতিমধ্যে ৪৮তম বিসিএস পরীক্ষার ফল দ্রুত প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। চিকিৎসক নিয়োগ দ্রুতই শেষ করা হবে। একইভাবে শিক্ষা ক্যাডারের জন্য ৪৯তম বিসিএসের কাজ এগুচ্ছে। এখানেও খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে। সে জন্য পিএসসির বিশেষ দল কাজ করছে। তবে ডিসেম্বরের মধ্যেই দুটি বিশেষ বিসিএস শেষ করে কর্মকর্তাদের পদায়ন করা সরকারের বিশেষ নজরে রয়েছে বলে জানান তিনি।
পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
এদিকে চিকিৎসক নিয়োগের বিশেষ বিসিএসের পরপরই শিক্ষায় নতুন বিসিএসের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত হয়েছে এ বিসিএসের বিজ্ঞপ্তিও। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে ৪৯তম বিসিএসের পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২২ জুলাই (২২-০৭-২০২৫) থেকে। আবেদনের সুযোগ এক মাস। আবেদন করা যাবে ২২ আগস্ট (২২-০৮-২০২৫) সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আরও পড়ুনএমিরেটস নেবে ১৭৩০০ কর্মী, পাইলট–কেবিন ক্রুর বেতন কত ২৬ জুলাই ২০২৫৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর সিলেবাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ পূর্ণাঙ্গ সিলেবাস প্রকাশ করেছে। এ সিলেবাসে পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় আবশ্যিক বিষয়গুলো এবং পদসংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আবশ্যিক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি। প্রতিটি আবশ্যিক বিষয়ের পূর্ণমানও সিলেবাসে দেওয়া আছে।
এ ছাড়া বিভিন্ন পদসংশ্লিষ্ট বিষয় যেমন বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, সংস্কৃত, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামি শিক্ষা, দর্শন, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, প্রাণরসায়ন, মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্রবিদ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যানসহ মোট ৩৬টি পদসংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত কাঠামো ও মানবণ্টন এই সিলেবাসে পাওয়া যাবে। পরীক্ষার্থীরা এই সিলেবাস অনুসরণ করে তাঁদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
৪৯তম বিসিএসে অনলাইন আবেদনের নির্দেশনা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এর আবেদনপত্র অনলাইনে পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে এ পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ সালে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ৬ আগস্ট১৩ ঘণ্টা আগেআবেদনের মূল প্রক্রিয়া—
* আবেদনের শুরুতে প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষার তথ্য প্রদান করে যাচাই সম্পন্ন করতে হবে। এ তথ্য শিক্ষা বোর্ডের ডেটাবেজের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। আবেদন ফরমের তিনটি প্রধান অংশ রয়েছে—ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার চয়েস।
* প্রার্থীকে অবশ্যই সাম্প্রতিককালে তোলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে। সাদা–কালো ছবি গ্রহণযোগ্য নয় এবং ছবিটি অনধিক তিন মাস পূর্বের রঙিন হতে হবে।
* সফলভাবে আবেদনপত্র পূরণ ও আপলোড সম্পন্ন হলে একটি ইউজার আইডিসহ (User ID) আবেদনপত্র (Applicants Copy) পাওয়া যাবে, যা প্রিন্ট বা ডাউনলোড করে প্রার্থীর জন্য সংরক্ষণ করা আবশ্যক।
আবেদন ফি এবং জমাদানের পদ্ধতি—
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০ (দুই শত) টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস পাঠিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা নোটিশে উল্লেখ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়—
ফি জমাদানের পর আবেদনপত্রে কোনো ধরনের সংশোধন করার সুযোগ থাকবে না, তাই সব তথ্য নির্ভুলভাবে পূরণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়াকালে কারিগরি সহায়তার জন্য ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১, ০১৫৫৫৫৫৫১৫২ নম্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) যোগাযোগ করা যাবে। ই-মেইল সহায়তা ([email protected]) থেকে মিলবে।
আরও পড়ুনবাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ, নেবে ১৮২ জন১৫ ঘণ্টা আগে