ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনেই গড়ে উঠেছে অস্থায়ী পশুর হাট। প্রশাসনিক স্থবিরতা, রাজনৈতিক দখল, ইজারা প্রক্রিয়ায় অনিয়মের কারণে বসেছে এসব হাট। এতে বাড়ছে জনদুর্ভোগ, তৈরি হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলা সংকট।

জানা গেছে, দুই সিটি করপোরেশনের নির্ধারিত ১৯টি অস্থায়ী হাটের অধিকাংশই এবার ইজারা পেয়েছেন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। 

ঢাকা উত্তরের ৯টির মধ্যে ৮টি কোরবানির হাট বিএনপির হাতে: ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী ১২টি কোরবানির হাটের মধ্যে এখন পর্যন্ত ৯টির ইজারা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ৮টিই বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। স্থায়ী গাবতলী হাটও ঈদসহ এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। 

খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন হাটটি পেয়েছে 'সুরমি ইন্টারপ্রাইজ' নামের একটি প্রতিষ্ঠান, যার পেছনের হাল ধরেছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসাইন।

তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট পরিচালনা করছেন ‘জায়ান এন্টারপ্রাইজ’ এর মনিরুজ্জামান, যিনি যুবদলের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইউনিটের সদস্যসচিব।

মিরপুর ইস্টার্ন হাউজিং হাট পেয়েছেন রতন মিয়া। তিনি বলেন, “বিএনপির কিছু সিনিয়র ভাইয়ের সহায়তা পেয়েছি, তবে নিয়ম মেনেই ইজারা নিয়েছি।”

তবে নিয়ম মানা হয়েছে কিনা, সে প্রশ্ন উঠছে দিয়াবাড়ি হাটকে ঘিরে। অভিযোগ উঠেছে, সর্বোচ্চ দরদাতা হয়েও একজন দরপত্রদাতা কার্যাদেশ পাননি শুধু মূল পে-অর্ডার দাখিল না করায়। দ্বিতীয় দরদাতা দাবি করেছেন, রাজনৈতিক চাপের কারণেই তাকেও কার্যাদেশ দেওয়া হয়নি।

দক্ষিণেও দৃশ্যপট এক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯টি হাটের মধ্যে আটটিই এবার গেছে বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে। যেখানে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ-ঘনিষ্ঠরা নিয়ন্ত্রণ করে আসছিলেন, এবার সেই নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে গেছে।

সিটি করপোরেশন সূত্র বলছে, শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠ, আমুলিয়া, পোস্তগোলা, দনিয়া ক্লাব, রহমতগঞ্জ মাঠসহ অন্তত ছয়টি হাটের ইজারাদাররা বিএনপির সাবেক নেতা বা তাদের ঘনিষ্ঠ।

সবচেয়ে আলোচিত নারিন্দার ‘সাদেক হোসেন খোকা মাঠ’ ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের যৌথ হাট। সরকারি দর ছিল ৪ কোটি ৬৪ লাখ টাকা, কিন্তু এটি মাত্র ২ কোটি ২৫ লাখ টাকায় পেয়েছেন সৈয়দ মাসুদ রেজা, যিনি সাবেক মেয়র খোকার পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত।

আর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন হাটটি ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের হলেও তা মাত্র ১ কোটি ২০ লাখ টাকায় নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন।

প্রশাসনিক অচলাবস্থা:  ডিএসসিসির নগর ভবনে ইজারা ও অর্থ বিভাগ কার্যত অচল। অনেক বিভাগে তালা ঝুলছে, কর্মকর্তা-কর্মচারীরা হাজির হচ্ছেন না।

ডিএসসিসির প্রশাসক মো.

শাহজাহান মিয়া বলেন, “নিয়োগ ও বেতন সংক্রান্ত জটিলতার কারণে অনেকে অফিসে আসছেন না। ফলে কার্যক্রমে স্থবিরতা এসেছে।”

এই বিলম্বের সুযোগেই গড়ে উঠছে বেআইনি হাট। কলাবাগান, কামরাঙ্গীরচর, বনশ্রী, শ্যামপুর, বাংলামোটর, মেরাদিয়া—নগরজুড়ে বিভিন্ন স্থানে অনুমোদনহীন হাট বসেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ হাট চিহ্নিত করা হয়েছে। তবে তালিকা না থাকায় উচ্ছেদে অভিযান চালানো যাচ্ছে না। সিটি করপোরেশন তালিকা দিলে পুলিশ অভিযান চালাবে।”

জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতা: নগরবিদরা বলছেন, হাট ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সমন্বয়ের অভাবে নগরবাসীকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, “এসব হাটে রাজনৈতিক দখলের কারণে সন্ত্রাস, চাঁদাবাজি, পশু চুরি ও যানজট বেড়ে যায়। এতে নগরবাসী নিরাপত্তাহীনতায় ভোগে। উত্তরণের একমাত্র পথ হলো স্বচ্ছ ইজারা প্রক্রিয়া ও কার্যকর সমন্বয়।”

সেগুনবাগিচার বাসিন্দা আবুল কালাম বলেন, “আগে আওয়ামী লীগের লোকেরা নিয়ন্ত্রণ করত, এখন বিএনপিরা করছে। কিন্তু দুর্ভোগ তো আমাদেরই পোহাতে হয়। রাস্তাঘাট বন্ধ, মলমূত্রে দুর্গন্ধ, চাঁদাবাজি—এসব আমাদের জীবন দুর্বিষহ করে তোলে।”

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক ব এনপ র ঘন ষ ঠ

এছাড়াও পড়ুন:

পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রাবেয়া বেগম আজ রোববার সকাল নয়টার দিকে ঢাকা থেকে পাবনার বেড়াগামী আলহামরা পরিবহনের বাসে উঠেছিলেন। গন্তব্যের ২০ কিলোমিটার আগে পৌঁছার পর জানতে পারেন, সিরাজগঞ্জের শাহজাদপুর হয়ে পাবনার বাস যেতে পারবে না। শাহজাদপুর বাসস্ট্যান্ডের অনেক আগে তালগাছি এলাকায় সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায় তাঁকে বেড়ায় পৌঁছাতে হয়।

পাবনা ও শাহজাদপুরের অনেক যাত্রীকে আজ রোববার দিনভর এমন দুর্ভোগ পোহাতে হয়েছে। এই দুর্ভোগের কারণ, পাবনা ও শাহজাদপুর বাসমালিকদের পুরোনো দ্বন্দ্ব। আজ সকাল থেকে দুই এলাকার বাস চলাচল আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। পাবনা থেকে শাহজাদপুর হয়ে ঢাকা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে কোনো বাস চলাচল করছে না। একইভাবে শাহজাদপুর থেকেও পাবনার দিকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।

বাসমালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে চলতি বছরেই অন্তত চারবার বাস চলাচল বন্ধ ছিল। আর গত সাত-আট বছরে বাস চলাচল বন্ধ ছিল অন্তত ৩০ বার। একবার বাস চলাচল বন্ধ হলে তা চালু হতে সময় লেগেছে পাঁচ দিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত।

বাসমালিক ও শ্রমিকদের সূত্রে জানা যায়, শাহজাদপুর বাসমালিক সমিতি ও পাবনার নগরবাড়ী বাসমালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে রুট ও সময়সূচি নিয়ে দ্বন্দ্ব চলছে। পাঁচ-ছয় দিন আগে নগরবাড়ী বাসমালিক সমিতির লোকজন শাহজাদপুর বাসমালিক সমিতির মালিকানাধীন নবীনবরণ পরিবহন নামের একটি বাস আটকায়। এর প্রতিবাদে শাহজাদপুরের বাসমালিকেরা নগরবাড়ী সমিতির মালিকানাধীন বাসগুলো চলাচলে বাধা দেন। ঘটনার জেরে গতকাল শনিবার পাবনার দাশুড়িয়ায় নবীনবরণ পরিবহনের একটি বাস আটকে রাখে পাবনা বাসমালিক সমিতি। পাল্টা প্রতিক্রিয়ায় আজ সকালে শাহজাদপুর বাসমালিক সমিতি শাহজাদপুরের ওপর দিয়ে পাবনার সব বাসের চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে পাবনার সড়ক দিয়েও শাহজাদপুরের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পাবনা ও শাহজাদপুর উভয় সমিতির দুই শতাধিক বাস আজ সকাল থেকে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীদের পাশাপাশি পরিবহনশ্রমিকেরাও।

এদিকে পাবনা থেকে বেড়া হয়ে ঢাকাগামী বেশির ভাগ পরিবহনের কাউন্টার বন্ধ থাকতে দেখা গেছে। দু–একটি বাসের কাউন্টার খোলা থাকলেও সেসব বাস বেড়া থেকে যাত্রী নিয়ে কাজীরহাট ফেরিঘাট হয়ে অথবা নাটোরের বনপাড়া হয়ে প্রায় ১০০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ঢাকা যাচ্ছে।

পাবনা এক্সপ্রেস পরিবহনের বেড়া কাউন্টারের ব্যবস্থাপক মঞ্জুরুল হাসান বলেন, ‘শাহজাদপুর হয়ে পাবনার কোনো বাস যেতে না পারায় আমাদের বাসগুলো হয় ফেরি হয়ে, না হয় নাটোরের বনপাড়া ঘুরে ঢাকা যাচ্ছে।’

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘পাবনা ও নগরবাড়ী বাসমালিক সমিতি আমাদের বাস চলাচলে বাধা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের যেমন দুর্ভোগ হচ্ছে, তেমনি উভয় মালিক সমিতিরই ক্ষতি হচ্ছে। দুই পক্ষ আলোচনায় বসলে আশা করি সমাধানের পথ পাওয়া যাবে।’

পাবনা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিন মোল্লা বলেন, ‘শাহজাদপুর বাসমালিক সমিতির লোকজন প্রায় এক মাস ধরে নগরবাড়ী বাসমালিক সমিতির বাসগুলো শাহজাদপুরের ওপর দিয়ে যেতে দিচ্ছিল না। আজ থেকে তারা পাবনার সব বাসের চলাচল বন্ধ করে দিল। শাহজাদপুর মালিক সমিতি ছোটখাট যেকোনো ব্যাপার হলেই তাদের এলাকার ওপর দিয়ে পাবনার বাস চলাচল বন্ধ করে দিচ্ছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।’

সম্পর্কিত নিবন্ধ

  • পাবনা-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা