প্রভাবশালীদের কবজায় অস্থায়ী পশুর হাট
Published: 4th, June 2025 GMT
ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনেই গড়ে উঠেছে অস্থায়ী পশুর হাট। প্রশাসনিক স্থবিরতা, রাজনৈতিক দখল, ইজারা প্রক্রিয়ায় অনিয়মের কারণে বসেছে এসব হাট। এতে বাড়ছে জনদুর্ভোগ, তৈরি হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলা সংকট।
জানা গেছে, দুই সিটি করপোরেশনের নির্ধারিত ১৯টি অস্থায়ী হাটের অধিকাংশই এবার ইজারা পেয়েছেন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা।
ঢাকা উত্তরের ৯টির মধ্যে ৮টি কোরবানির হাট বিএনপির হাতে: ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী ১২টি কোরবানির হাটের মধ্যে এখন পর্যন্ত ৯টির ইজারা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ৮টিই বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। স্থায়ী গাবতলী হাটও ঈদসহ এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে।
খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন হাটটি পেয়েছে 'সুরমি ইন্টারপ্রাইজ' নামের একটি প্রতিষ্ঠান, যার পেছনের হাল ধরেছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসাইন।
তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন হাট পরিচালনা করছেন ‘জায়ান এন্টারপ্রাইজ’ এর মনিরুজ্জামান, যিনি যুবদলের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ইউনিটের সদস্যসচিব।
মিরপুর ইস্টার্ন হাউজিং হাট পেয়েছেন রতন মিয়া। তিনি বলেন, “বিএনপির কিছু সিনিয়র ভাইয়ের সহায়তা পেয়েছি, তবে নিয়ম মেনেই ইজারা নিয়েছি।”
তবে নিয়ম মানা হয়েছে কিনা, সে প্রশ্ন উঠছে দিয়াবাড়ি হাটকে ঘিরে। অভিযোগ উঠেছে, সর্বোচ্চ দরদাতা হয়েও একজন দরপত্রদাতা কার্যাদেশ পাননি শুধু মূল পে-অর্ডার দাখিল না করায়। দ্বিতীয় দরদাতা দাবি করেছেন, রাজনৈতিক চাপের কারণেই তাকেও কার্যাদেশ দেওয়া হয়নি।
দক্ষিণেও দৃশ্যপট এক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯টি হাটের মধ্যে আটটিই এবার গেছে বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতে। যেখানে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ-ঘনিষ্ঠরা নিয়ন্ত্রণ করে আসছিলেন, এবার সেই নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে গেছে।
সিটি করপোরেশন সূত্র বলছে, শাহজাহানপুরের মৈত্রী সংঘ মাঠ, আমুলিয়া, পোস্তগোলা, দনিয়া ক্লাব, রহমতগঞ্জ মাঠসহ অন্তত ছয়টি হাটের ইজারাদাররা বিএনপির সাবেক নেতা বা তাদের ঘনিষ্ঠ।
সবচেয়ে আলোচিত নারিন্দার ‘সাদেক হোসেন খোকা মাঠ’ ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের যৌথ হাট। সরকারি দর ছিল ৪ কোটি ৬৪ লাখ টাকা, কিন্তু এটি মাত্র ২ কোটি ২৫ লাখ টাকায় পেয়েছেন সৈয়দ মাসুদ রেজা, যিনি সাবেক মেয়র খোকার পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত।
আর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন হাটটি ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের হলেও তা মাত্র ১ কোটি ২০ লাখ টাকায় নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন।
প্রশাসনিক অচলাবস্থা: ডিএসসিসির নগর ভবনে ইজারা ও অর্থ বিভাগ কার্যত অচল। অনেক বিভাগে তালা ঝুলছে, কর্মকর্তা-কর্মচারীরা হাজির হচ্ছেন না।
ডিএসসিসির প্রশাসক মো.
এই বিলম্বের সুযোগেই গড়ে উঠছে বেআইনি হাট। কলাবাগান, কামরাঙ্গীরচর, বনশ্রী, শ্যামপুর, বাংলামোটর, মেরাদিয়া—নগরজুড়ে বিভিন্ন স্থানে অনুমোদনহীন হাট বসেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ হাট চিহ্নিত করা হয়েছে। তবে তালিকা না থাকায় উচ্ছেদে অভিযান চালানো যাচ্ছে না। সিটি করপোরেশন তালিকা দিলে পুলিশ অভিযান চালাবে।”
জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতা: নগরবিদরা বলছেন, হাট ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সমন্বয়ের অভাবে নগরবাসীকে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, “এসব হাটে রাজনৈতিক দখলের কারণে সন্ত্রাস, চাঁদাবাজি, পশু চুরি ও যানজট বেড়ে যায়। এতে নগরবাসী নিরাপত্তাহীনতায় ভোগে। উত্তরণের একমাত্র পথ হলো স্বচ্ছ ইজারা প্রক্রিয়া ও কার্যকর সমন্বয়।”
সেগুনবাগিচার বাসিন্দা আবুল কালাম বলেন, “আগে আওয়ামী লীগের লোকেরা নিয়ন্ত্রণ করত, এখন বিএনপিরা করছে। কিন্তু দুর্ভোগ তো আমাদেরই পোহাতে হয়। রাস্তাঘাট বন্ধ, মলমূত্রে দুর্গন্ধ, চাঁদাবাজি—এসব আমাদের জীবন দুর্বিষহ করে তোলে।”
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক ব এনপ র ঘন ষ ঠ
এছাড়াও পড়ুন:
১৭ হাজার রেজিস্ট্রেশন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ৪৫ হাজার মিশুক
এখন পুরো শহর দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত মিশুক। যেন মানুষের চাইতে এ শহরে মিশুকের সংখ্যা বেশি। রেজিস্ট্রেশনের দোহাই দিয়ে তারা রীতিমত রাজত্ব করে চলেছে এ শহরে। যেখানে বাড়তি যানবাহনের চাপে নগরবাসী কোণঠাসা, সেখানে এ হাজার হাজার মিশুক মানুষকে আরও পাগল করে তুলছে।
এখন প্রশ্ন হলো, কোথা থেকে আসলো এত মিশুক? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কি এত হাজার হাজার মিশুকের রেজিস্ট্রেশন দিয়েছে?
এক জরিপে দেখা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে মাত্র ১৭ হাজার ৩শ ৪২টি মিশুককে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে। কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় মিশুক চলছে কমপক্ষে ৪৫ হাজারেরও বেশি। এবং তারা সবাই বলছে তাদের মিশুক রেজিস্ট্রেশন করা। তাহলে তারা এত মিশুকের রেজিস্ট্রেশন পেল কোথা থেকে?
অনুসন্ধানে জানাগেছে, একটি মিশুকের রেজিস্ট্রেশন দিয়ে প্রায় ১০টিরও বেশি মিশুক চলছে এ শহরে। কিছু অসাধু মিশুক মালিকরা সিটি কর্পোরেশনের চোঁখ ফাঁকি দিয়ে একটি মিশুকের রেজিস্ট্রেশন নাম্বার নকল করে আরও দশটি মিশুকের পিছনে সাঁটিয়ে পুরো দমে ব্যবসা করে যাচ্ছে।
শুধুমাত্র নাম্বার ভিন্ন ছাড়া রেজিস্ট্রেশন কার্ডগুলো দেখতে প্রায় একই রকম হওয়ায় বুঝার উপায় নেই যে, কোনটা আসল আর কোনটা নকল। আর এ সুযোগটিকেই কাজে লাগিয়ে ওই চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ওই চক্রটির কারণে হাজার হাজার মিশুকের চাপে শহরে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট, আর এ যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী।
শুধু তাই নয়, ওই মালিক চক্রটির কারণে প্রকৃত মিশুক মালিকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা এ বিষয়ে একাধীকবার সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেও ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যকর্মীদের।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের চরম গাফলতির কারণেই শহরের আজ এ অবস্থা। তাদের নিয়মিত অভিযান থাকলে কোনভাবেই এ শহরে রেজিস্ট্রেশনবিহিন কোন মিশুকই চলতে পারবে না। তারা কি এ শহর দিয়ে চলাচল করে না? নাকি বিমানে চলে?
তারা যদি এ শহর দিয়েই চলাচল করে থাকে, তাহলে তাদের চোঁখে কি পড়েনা এসব অনিয়ম। তারা কেন এসব বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না? নগরবাসীর এত দুর্ভোগ পোহলেও শহরে শৃঙ্খলা ফেরাতে তারা কেন এতটা উদাসীন। যদি তারা না পারে জনসম্মুখে বলুক, ছেড়ে দিক চেয়ার। সরকার অন্যজনকে বসাক। কিন্তু না।
তারা সেটা করবে না। আপনারা কাজও করবেন না আবার চেয়ারও আকড়ে ধরে রাখবেন, এ দু’টো একসাথে চলতে পারে না। হয় কাজ করুন, জনদুর্ভোগ দূর করুন আর নয়তো সব ছেড়ে দিয়ে চলে যান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অটোরিকশা মালিক সমিতির সভাপতি রহমান বিশ^াস বলেন, নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনের জন্য সিটি কর্পোরেশন আগে যে রিকশার লাইসেন্সগুলো ছিলো, সেগুলোকে কনর্ভাট করে মিশুকের নামে দিয়েছে। কিন্তু পরবির্ততে কিছু দুষ্ট লোক সেই লাইসেন্সগুলোকে রাতারাতি কপি করে ফেলে।
এ কপি করার ফলে শহরে মিশুকের সংখ্যা ভয়াবহ আকার ধারণ করে। এ ক্ষেত্রে যানজট নিরসনে সিটি কর্পোরেশন যে মহাপরিকল্পনা হাতে নিয়েছিলো সেটা অনেকাংশে ব্যর্থ হয়ে যায়। কারণ, একই নাম্বারের গাড়ী যদি ৫টা ছয়টা চলে তাহলে কিভাবে যানজট নিরসন হবে। একই নাম্বারের গাড়ী একটিই থাকতে হবে। তাহলে গাড়ীর সংখ্যাও কম থাকবে আবার যানজটও কমে যাবে।
তিনি বলেন, আমরা হাতে নাতে একটি প্রিন্টিং প্রেসে মিশুকের প্লেট জাল করতে দেখে সিটি কর্পোরেশন এবং থানার ওসিকে কল করেছিলাম। আমরা অনেকক্ষন অপেক্ষা করেছিলাম ভাবছিলাম, হয়তো আইনগত কোন পদক্ষেপ নেয়া হবে। কিন্তু আমরা প্রায় তিনঘন্টা অপেক্ষা করার পর যখন দেখলাম তাদের কোন সাড়াশব্দ নাই, তখন এক কথায় নিরাশ হয়ে ফিরে যাই।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা যারা প্রকৃত মিশুক মালিক রয়েছি আমরা নিজেরাও এ বিষয়ে খুব চিন্তার মধ্যে থাকি। কারণ, জানিনা ওই দুষ্ট লোকেরা আবার আমাদের গাড়ীর লাইসেন্সের কপি করে ফেলছে কি না! যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ধরা খেলেতো আমারও সমস্যা হতে পারে।
এমনও হতে পারে কপি করার অপরাধে আমার নিজের লাইসেন্সই বাতিল করে দিতে পারে সিটি কর্পোরেশন। তখন কি তাদেরকে আমি বুঝাতে পারবো যে, আমি এটা করি নি। তাই বলছি, এসব বিষয়ে সিটি কর্পোরেশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সবশেষ তিনি একটি সুখবর দিয়ে বলেন, সিটি কর্পোরেশন একটা ডিজিটাল প্লেট দেয়ার চিন্তাভাবনা করছে। যদি সেটা করা হয় তাহলে এ প্লেটটা কোনভাবেই কপি করা সম্ভব নয়। এটা রংপুরেও হয়েছে। আর আমরা এটা যাচাই করেও দেখেছি। ওই প্লেটটা হাতে পেলেই আশাকরছি নকল নাম্বার নিয়ে যে মিশুকগুলো চলছে সেটা বন্ধ হয়ে যাবে।