নিষ্ঠুর সময় পার করেছেন ব্রাজিলের ২৫ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো রিবেইরো। শৈশবে বোতল কুড়িয়ে পেট চালাতে হয়েছে তাকে। ফ্লামেঙ্গো একাডেমিতে ভিনিসিয়াস জুনিয়রের বন্ধু ছিলেন তিনি। যদিও ব্রাজিলের কোন ক্লাব পরবর্তীতে তাকে দলে নিতে রাজি হয়নি। প্রায় দেড় বছর ক্লাবহীন থাকার পর পর্তুগালের তৃতীয় বিভাগের দলে যোগ দেন। সেখান থেকে দ্বিতীয় বিভাগ হয়ে ফ্রান্সের ক্লাব লিলিতে আসেন তিনি।

এরপর জহুরি কার্লো আনচেলত্তির নজরে পড়ে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে রিবেইরোর। সেখানে নির্ভার ও দাপুটে পারফরম্যান্স দিয়েছেন দীর্ঘদেহি এই ডিফেন্ডার। এতেই তার ওপর চোখ পড়েছে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাবের।

সংবাদ মাধ্যম মেট্রো ইউকে দাবি করেছে, প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনাল রিবেইরোর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। প্যারাগুয়ে ম্যাচে তাকে দেখার জন্য স্কাউট পাঠিয়েছিল গানাররা। ওই ম্যাচে নিঁখুত পারফরম্যান্স দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

ভক্তরা ব্রাজিল জাতীয় দলে এখন গ্যাব্রিয়েল মাঘালহায়েস ও রিবেইরো জুটি দেখতে চান। আর্সেনালও একই চিন্তা করছে। মাঘালহায়েসের সঙ্গে রিবেইরোর জুটি গড়তে লিলির সঙ্গে যোগাযোগও করছে ক্লাবটি। যদিও রিবেইরোকে নিয়ে কিছুটা ভিন্ন পরিকল্পনা আর্সেনালের। মাঘালহায়েস ও উইলিয়াম সালিবার বিকল্প ডিফেন্ডার হিসেবে তাকে দলে রাখতে চান মিকেল আর্তেতা। সালিবা আগামী মৌসুমে আর্সেনাল ছাড়তে পারেন। তখন রিবেইরো হবেন দলটির মেইন ডিফেন্ডার।

আর্সেনাল ছাড়া সদ্য শেষ হওয়া মৌসুমে ইতালির লিগ শিরোপা জয়ী দল নাপোলি রিবেইরোর ওপর নজর রাখছে। দলটির কোচ অ্যান্তোনি কন্তে আগামী মৌসুমে লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার প্রজেক্ট হাতে নিয়েছেন। এরই মধ্যে ডি ব্রুইনি নাপোলিতে যোগ দিয়েছেন। এখন রিবেইরোর মতো একজন ডিফেন্ডার চায় দলটি।

রিবেইরোর দামও তুলনামূলক কম। তাকে ২০২২ সালে মাত্র ২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল লিলি। বর্তমান তার বাজারদর ১৮ মিলিয়ন ইউরোর কাছাকাছি। যদিও ওই দামে লিলি এখন তাকে ছাড়বে কিনা তা বলা কঠিন। দলবদল প্রসঙ্গে রিবেইরো সম্প্রতি বলেছেন, ওই সিদ্ধান্ত তিনি নন নেবেন তার বর্তমান ক্লাব লিলির সভাপতি।    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল আর স ন ল আর স ন ল

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’