অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আপনি (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) এককভাবে একটি দলের সঙ্গে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। এটি আপনি করেছেন কেন, তা আমাদের বুঝে আসে না। আপনি আসবেন এবং জাতির কাছে ব্যাখ্যা দেবেন।’

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর ও সদর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন।

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আপনারা দেখেছেন, বিএনপি বারবার বলছে, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, একপ্রকার পাগল হয়ে গেছে। আর আমরা সব সময় বলি, যৌক্তিক সময়ে নির্বাচন। দেশটা অন্যান্য সময়ের মতো নেই। সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে। তাই আগে সংস্কার, বিচার ও নির্বাচন দিতে হবে। যারা দ্রুত নির্বাচনের কথা বলে, তাদের কথায় আমরা ভারতীয় সুর দেখতে পাই।’

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ‘৫ আগস্টের পর আমরা যখন মানুষের পাশে ছিলাম, তখন একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি, লুটপাট ও দখলে লিপ্ত ছিল। ওরা ক্ষমতায় আসার পর আবার কী করবে, আমাদের বুঝতে আর বাকি নেই। নতুনভাবে আমাদের দেখার কিছু নেই। এখন কিন্তু দুটি ধারায় দেশ চলছে। একটি হচ্ছে দেশপ্রেমী, আরেকটি হচ্ছে ক্ষমতাপ্রেমী। আমরা দেশপ্রেমীরা একত্র হয়ে ক্ষমতাপ্রেমীদের বাংলার বুক থেকে উঠিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। এখন মাঠ ইসলাম ও মানবতার পক্ষে। এ জন্য আমাদের আরও বেশি কাজ করতে হবে। আমরা যদি একটি মজবুত ভিত্তি তৈরি করতে পারি, তাহলে স্বার্থন্বেষী মহল, চাঁদাবাজেরা এই দেশকে দখল করতে পারবে না।’

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দেশের মানুষ ৫৩ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দেশ পরিচালনা দেখেছে। নতুনভাবে তারা আবার শাসনক্ষমতায় বসলে কী করবে, তা জাতির আর জানার বাকি নেই। এখন যেহেতু পরিবর্তনের সময় এসেছে, সারা দেশ সফর করে দেখেছি, এখন মানুষ চায় ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে। সবার দাবি, ইসলামী দলগুলো যদি একটি বাক্স পাঠায়; তাহলে খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, বিদেশে টাকা পাচারকারীরা সুযোগ পাবে না। আমরা অনেক আগে থেকেই সেই চেষ্টা করে আসছি।’ নেতা–কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যদি ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারেন, তাহলে আমার মন বলছে, ফ্যাসিস্ট, গুম-খুনকারীরা, টাকা পাচারকারীরা দেশের মসনদে বসতে পারবে না। আল্লাহর রহমতে এ পরিবেশ তৈরি আছে। সে লক্ষ্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো.

নাসির উদ্দিনকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন। আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করীম প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল কর ম আম দ র হ নগর ইসল ম ক ষমত আরও ব

এছাড়াও পড়ুন:

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

আজ শ্রাবণের ১৬ তারিখ। প্রকৃতির নিয়মে এ মাসে বৃষ্টি বেশি ঝরে। আজও ঢাকার আকাশ মেঘলা। বুধবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও ঝুম বৃষ্টি কখনও গুঁড়ি গুঁড়ি। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রয়েছে ভূমিধসের ঝুঁকি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। ফলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অতিভারী বৃষ্টির কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াসহ বাস, রিকশা ও সাধারণ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

বঙ্গোপসাগরে উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী ও সমুদ্রবন্দর এলাকায় অবস্থানরত নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবারও সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১, আহত ৬
  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত
  • ময়মনসিংহে জয়নুল আবেদিন উদ্যানে উচ্ছেদ হচ্ছে মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক
  • অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • ময়মনসিংহে ময়লা ছিটিয়ে টাকা ছিনতাই, দুই বছর পর ঢাকা থেকে আসামি গ্রেপ্তার
  • সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহের সেই মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের চুক্তি বাতিল, অপসারণের উদ্যোগ
  • ময়মনসিংহে বন্ধুর বাড়িতে যুবকের রক্তাক্ত মরদেহ
  • টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত