কুষ্টিয়ায় পাউবোর জায়গায় ৩৫ স্থাপনা উচ্ছেদ
Published: 21st, June 2025 GMT
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় থাকা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনা, পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযানকালে প্রায় ৩৫টি ছোট-বড় অবৈধ ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় ঘর হারানো অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।
তারা বলেন, “বাপ-দাদার আমল থেকে এখানে বাস করি। পরিবারের মানুষগুলোকে নিয়ে এখন কোথায় থাকব? কোনো জমি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেছেন, “দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে দখলবাজরা। এতে ফসলি জমিতে পানি যেতে সমস্যা হচ্ছে। তাই, এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “উচ্ছেদ অভিযানের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তবু, তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেছেন, “জেলাজুড়ে অবৈধ দখলে থাকা পানি উন্নয়ন বোর্ডের সব জায়গা উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”
ঢাকা/কাঞ্চন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারব: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।”
শুক্রবার (৮ আগস্ট) গুলশানে সমমনা ১২ দলীয় জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে জুলাই ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানে।”
আরো পড়ুন:
চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ সোহানের দায়িত্ব নিল বিএনপি
বিএনপি ভোটে জিতলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: হুমায়ূন কবির
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন।
ঢাকা/এসবি