কুষ্টিয়া শহরের আড়ুয়া পাড়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ নাশকতা করা হয়। রোববার সকালে ট্রাকে আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

৫১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় আগুন ধরিয়ে দিচ্ছেন দুই যুবক। তাদের একজন মাথায় হেলমেট ছিল। আগুন দেওয়ার সময় একজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেছেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিল। তারা টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের খবর পাইনি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/কাঞ্চন/রফিক 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন দ

এছাড়াও পড়ুন:

বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

রাজধানীর রায়েরবাজার গণকবরে শায়িত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবেন এবং ৭ ডিসেম্বরের কাজ শুরু করবেন।

রবিবার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে। শহীদদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ফরেনসিক টিম গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন বলে আশাবাদী স্থানীয় সরকার উপদেষ্টা। পরিচয় শনাক্ত হলে তাদেরকে শহীদদের তালিকায় যুক্ত করা হবে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ