ঢাকার সাভারে পাঁচ ঘণ্টার ব্যবধানে দাঁড় করিয়ে রাখা আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা বলেন, গতকাল রাতে রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ‘ইতিহাস’ পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক ও চালকের সহকারী। এ সময় বাসের গেট তালাবদ্ধ ছিল। পরে রাত তিনটার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে চালক ও সহকারী ঘটনাস্থলে গিয়ে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। একটি ইউনিটের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়।

বাসের মালিক মো.

এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকে লোন করে বাসটি কিনেছি। এটা দিয়েই সংসারের খরচ চালাই। এখন কীভাবে সংসার চলবে, কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব, বুঝতে পারতেছি না। থানায় মামলা করব।’ বাসের ভেতরের সব সিট, ডেকোরেশন পুড়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। আগুনে বাসের ভেতরের সব আসন পুড়ে গেছে।

আরও পড়ুনসাভারে রাতে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ড, তাপে ঘুম ভেঙে গেল চালকের৪ ঘণ্টা আগে

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসটিতে রাত সাড়ে তিনটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের উলাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগ ন ল গ র গতক ল

এছাড়াও পড়ুন:

বামনা সরকারি কলেজসহ ৪ প্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে বরগুনার বামনা উপজেলার বামনা সরকারি কলেজসহ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ।

শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে তারা প্রতিষ্ঠানগুলোতে তালা দেয়। পুলিশ জানায়, রবিবার (১৬ নভেম্বর) সকালে তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন:

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে ‘বোমা’ নিক্ষেপ

তালা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের বামনা উপজেলা শাখার সভাপতি হাসিবুর রহমান এবং বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। পৃথক ফেসবুক পোস্টে তারা লিখেছেন, আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্রলীগ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। 

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার রাইজিংবিডিকে বলেন, “ঘটনাস্থলগুলো ঘুরে দেখেছি। রাতের আঁধারে সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দিয়েছিল। সকালে তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওইসব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশি অভিযান অব্যাহত আছে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ