রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতা–কর্মী গ্রেপ্তার
Published: 16th, November 2025 GMT
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার ডিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ বিষয়ে জানানো হয়েছে।
ডিবি জানিয়েছে, রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও এর পেছনে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে
নিভু নিভু আলোয় মঞ্চে উঠলেন একদল তরুণ-তরুণী। ধীরে ধীরে সুরের তালে শুরু হলো নাচ। হাতের ভঙ্গি, কোমরের বাঁক, পায়ের তাল, কী নেই এতে। মৃদঙ্গের লয়, মঞ্জিরার টিটি ধ্বনি ও তরুণীর দৃষ্টিভঙ্গি—সব মিলিয়ে স্পর্শ করল দর্শকের হৃদয়। তাই তো শেষ হতেই মিনিটখানেক হলো তাঁদের হাততালি।
সম্প্রতি চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে দেখা যায় এ দৃশ্য। তরুণ-তরুণীদের নাচের দলের নেতৃত্বে ছিলেন নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া। অবশ্য শুধু থিয়েটার ইনস্টিটিউট নয়, দেশ–বিদেশে নানা জায়গায় মনোমুগ্ধকর এ নৃত্যের নেতৃত্ব দিচ্ছেন প্রিয়াঙ্কা। শিশুকাল থেকে প্রায় তিন দশক ধরেই তিনি এ চর্চা অব্যাহত রেখেছেন।
প্রিয়াঙ্কা বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের পটিয়ার করতালা গ্রামে। তাঁর বাবা নিশীত কান্তি বড়ুয়া ও মা বীণা বড়ুয়া। তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ২০০৮ সাল থেকে তিনি নৃত্য শেখার প্রতিষ্ঠান নৃত্যরূপ একাডেমি পরিচালনা করছেন। তাঁর এ প্রতিষ্ঠান থেকে নাচ শিখছেন শত শত শিক্ষার্থী।
প্রিয়াঙ্কা বড়ুয়া মূলত ওডিশি নৃত্যের জন্য খ্যাতি অর্জন করেছেন। এ নৃত্য ভারতের শাস্ত্রীয় নৃত্যধারাগুলোর মধ্যে অন্যতম। এতে শরীরের ত্রিভঙ্গ ভঙ্গি, কোমল হাতের ছন্দ ও চোখের ভাষা—একসঙ্গে একটি গল্প ফুটিয়ে তোলা হয়। খ্যাতিমান ওডিশি নৃত্যশিল্পী প্রমা অবন্তী ছিলেন প্রিয়াঙ্কার গুরু। এ ছাড়া তিনি কলকাতার নৃত্যশিল্পী দেবমিত্রা সেনগুপ্তা ও বেনজীর সালাম থেকেও প্রশিক্ষণ নিয়েছেন।
এসবের বাইরে প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে বিভিন্ন একাডেমিক সনদ। চলতি বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেছেন। এ ছাড়া শাশ্বত ললিতকলা একাডেমি থেকে পাঁচ বছর, জেলা শিল্পকলা একাডেমি থেকে চার বছর মেয়াদি দুটি কোর্সের সনদও রয়েছে তাঁর। সব মিলিয়ে প্রায় ২২ বছর ধরে তিনি ওডিশি নৃত্যের সঙ্গে রয়েছেন।
প্রিয়াঙ্কা বড়ুয়া