মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঘর থেকে কাউছার হোসেন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা শেখরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কাউছার ওই এলাকার আব্দুল আলীমের ছেলে। প্রেমিকা একই এলাকার প্রবাসীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রেমিক কাউছারের সঙ্গে এক গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাতে কাউছার প্রেমিকার বাড়িতে দেখা করতে যান। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ওই প্রেমিকার ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শেখরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক খোকন বলেন, তাদের মধ্যেই প্রেমের সম্পর্ক ছিল। তবে কী কারণে কাউছার আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

শেখর নগর তদন্তকেন্দ্রের  ইনচার্জ মো.

তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে প্রেমিক লিটন তার ঘরে ঢুকে কুপ্রস্তাবে দেন। কিন্তু রাজি না হওয়ায় ওই গৃহবধূর অন্য আরেকটি কক্ষে ঢুকে বন্ধ করে দেন লিটন। সকালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ