মহাসড়কের পাশে শিশুর রক্তাক্ত লাশ, সাইকেল উদ্ধার হলেও মুঠোফোন পাওয়া যায়নি
Published: 27th, June 2025 GMT
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙা গ্রামে মহাসড়কের পাশের জঙ্গল থেকে মিনহাজ হোসেন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পাশেই পড়ে ছিল শিশুটির ব্যবহৃত বাইসাইকেল, যাতে রক্তের দাগ ছিল।
নিহত মিনহাজ মহিষভাঙা গ্রামের কাতারপ্রবাসী মিলন হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মিনহাজ। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে মাইকিং করে নিখোঁজের খবর জানানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে গ্রামের পাশ দিয়ে যাওয়া বনপাড়া-ঢাকা মহাসড়কের ধারে পড়ে থাকতে দেখা যায় তার সাইকেলটি। সেখান থেকে প্রায় ১০০ গজ দূরের জঙ্গলে পাওয়া যায় মিনহাজের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিনহাজের বাবা মিলন হোসেন বলেন, ‘আমি কাতারে চাকরি করি। ঈদের ছুটিতে বাড়ি এসেছি। ছেলেটা সব সময় আমার কাছেই থাকত। গতকাল বিকেলে নিজের পছন্দের সাইকেল আর ফোন নিয়ে বের হয়েছিল। সন্ধ্যার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। রাত ১০টার দিকে ওর রক্তমাখা সাইকেল আর পরে মরদেহ পাওয়া গেল। কিন্তু ফোনটা এখনো পাওয়া যায়নি।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার মুঠোফোনটি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।