লক্ষ্মীপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Published: 30th, June 2025 GMT
লক্ষ্মীপুরের রায়পুরে হজরত আলী গাজী (৭৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার ছেলে মামুনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।  
সোমবার (৩০ জুন) র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, গত রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১১ জনু রাতে হজরত আলী গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে মামুনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন:
রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কৃষক নিহত
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, মামুন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তার বাবার সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার রাতে মামুন তার বাবার কাছে মাদক কেনার টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এর জেরে হজরত আলী গাজী কুপিয়ে পালিয়ে যান মামুন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। রবিবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/জাহাঙ্গীর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি, জামায়াতের নেতৃত্বে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে: নাসীরুদ্দীন
কমিটির প্রধান করা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটি দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ে সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, এবং মিডিয়া ও প্রচার কার্যক্রম তদারকি করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
ঢাকা/রায়হান/ইভা