মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার তিন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্ত শেষে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম বলেন, ‘‘পুলিশ সুরতহাল রিপোর্টে খাদ্যে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যুর কথা উল্লেখ করেছে। মরদেহের সিমট্রম (লক্ষণ) দেখে আমাদেরও সেটাই মনে হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এটি পর্যালোচনার জন্য মহাখালীর পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারব।’’

এর আগে, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.

জালাল উদ্দিন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, তিন মরদেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন:

রামুতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

পুকুরে ভাসছিল তরুণীর লাশ

উল্লেখ্য, শনিবার (২৮ জুন) রাতে মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের একটি আবাসিক হোটেলে উঠেন সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও ছেলে আরাফাত। সন্তানকে ডাক্তার দেখাতে সপরিবারে ঢাকায় এসেছিল ওই দম্পতি। পরে ওই হোটেল থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা/এমআর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ ময়ন তদন ত মরদ হ র

এছাড়াও পড়ুন:

মেট্রোরেলের স্থায়ী কার্ডের সংকট কাটবে কবে

ঢাকার মেট্রোরেলে স্থায়ী কার্ড নিয়ে সংকট চলছে। নিয়মিত যাতায়াতের জন্য স্থায়ী কার্ড করতে চাইলেও অনেকে তা পাচ্ছে না। মেট্রোরেল কর্তৃপক্ষের কর্মকর্তারা এই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা বললেও তাতে সংকট মোচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। স্থায়ী কার্ড কেনা এবং নিয়ন্ত্রণ কোন প্রতিষ্ঠানের হাতে থাকবে, এ নিয়ে টানাটানি চলেছে গত এক বছর।

সম্পর্কিত নিবন্ধ