অভয়নগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Published: 5th, July 2025 GMT
যশোরের অভয়নগরে ইমরান খাঁ (১৮) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) বেলা ৩টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদের পাড়ে একটি টিনসেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমরান উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গাজীপাড়া গ্রামের মো. বাবু খাঁর ছেলে।
আরো পড়ুন:
রামুতে ৪ শিশু নিখোঁজ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তুলতে সংস্কারের বিকল্প নেই
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইমরান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায় সময় পরিবারে সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। দুদিন আগেও পরিবারের কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল আমিরাত, ২০ দলই চূড়ান্ত
সর্বশেষ দল হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। এ নিয়ে দশম টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০টি দলই চূড়ান্ত হয়ে গেল।
আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান ৯ উইকেটে ১১৬ রান করে। রান তাড়া করতে নেমে ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত।
এই জয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চল বাছাইয়ের সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে আমিরাত। শীর্ষে থাকা নেপাল ও তিনে থাকা ওমানের পয়েন্টও ৬ করে। বাকি তিন দল কাতার, জাপান ও সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারও পয়েন্ট ৪–এর বেশি হওয়া সম্ভব নয় বলে শীর্ষ তিন দল নিশ্চিত হয়ে গেছে আজই।
আরও পড়ুনদ্বিতীয় বিশ্বযুদ্ধ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর একজন জো বার্নস১৩ জুলাই ২০২৫২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার। এরপর ২০২৪ আসরের শীর্ষ ৭ দল (ভারত ও শ্রীলঙ্কা বাদে) হিসেবে জায়গা করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাকি আটটি জায়গা নির্ধারণের জন্য বিভিন্ন অঞ্চলে বাছাই টুর্নামেন্ট হয়েছে। আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। বাকি থাকা এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলস্বাগতিক হিসেবে: ভারত ও শ্রীলঙ্কা।
২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ,
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে)।
আরও পড়ুনকেনিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে০২ অক্টোবর ২০২৫