গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। তিন দিন ধরে এ পরোক্ষ আলোচনা চলে। এতে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবতার মুখ দেখেনি। সংশ্লিষ্টরা জানান, যুদ্ধবিরতিকালে কীভাবে ত্রাণ বিতরণ করা হবে এবং উপত্যকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্য ছিল শেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রে। 

গতকাল বুধবার ফিলিস্তিনের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিবিসি এসব তথ্য জানায়। এমন একসময়ে এ আলোচনা স্থগিত হলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিতীয় অনির্ধারিত বৈঠক হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, দোহা আলোচনায় তারা এখন ‘একটি’ অমীমাংসিত বিষয়ে আলোচনা করছেন। তবে তিনি চলতি সপ্তাহের শেষ নাগাদ ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে চুক্তির আশা করছেন।

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠকের চিত্র দেখে মনে হয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তির দিকে এগোচ্ছেন। গতকাল বুধবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, তাদের সর্বশেষ বৈঠকে ‘জিম্মি মুক্তির প্রচেষ্টার ওপর দৃষ্টি নিবদ্ধ ছিল’। তিনি বলেন, ‘আমরা একমুহূর্তের জন্যও পিছু হটছি না। আমাদের বীর সেনাদের সামরিক চাপের কারণে এটি সম্ভব হয়েছে।’

ইসরায়েল বলছে, গাজায় এখনও হামাসের হাতে ৫০ জিম্মি বন্দি আছেন, যাদের মধ্যে ২০ জন এখনও জীবিত বলে মনে করা হচ্ছে। উইটকফ জানান, ইসরায়েল ও হামাস এমন বিষয়গুলোর ব্যবধান কমিয়ে আনছে, যা আগে তাদের একটি চুক্তিতে পৌঁছাতে বাধা হয়েছিল। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন ঘনিষ্ঠ আলোচনায় আছি। আমাদের অনেকের চারটি বিষয় ছিল। এখন একটিতে নেমে এসেছি। সুতরাং আমরা আশাবাদী, এ সপ্তাহের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছাব, যা হবে ৬০ দিনের যুদ্ধবিরতি।’ তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিস্তিনের এক কর্মকর্তা বুধবার বিবিসিকে বলেন, আলোচনা এখন স্থগিত রয়েছে। তিনি বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা অবাধে প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতিনিধি দলের অস্বীকৃতির কারণেই এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। 
ইসরায়েল ত্রাণ বিতরণের ‘চলমান অপমানজনক প্রক্রিয়া’ বজায় রাখার জন্য জোর দিচ্ছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত কথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) মাধ্যমে ত্রাণ দিতে চান। সশস্ত্র জিএইচএফকে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ। গত ২৭ মের পর এ পর্যন্ত তারা গুলি করে ত্রাণ নিতে আসা ৭৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন ৫ হাজার ১০১ জন।

রক্তক্ষয়ী দিনে শতাধিক নিহত 

গতকাল বুধবার ছিল গাজায় অত্যন্ত ভয়ংকর একটি দিন। আলজাজিরা জানায়, এদিন ইসরায়েলের হামলায় ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন ৫৩০ জন। নিহতদের মধ্যে আট ত্রাণপ্রত্যাশীও আছেন। গাজায় ইসরায়েলের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ৫৭ হাজার ৬৮০ জন নিহত ও ১ লাখ ৩৭ হাজার ৪০৯ জন আহত হয়েছেন। 

জ্বালানি সংকটে হাসপাতালে মৃত্যু

গাজায় জ্বালানি প্রবেশ করতে না দেওয়ায় হাসপাতালে আহতদের নিয়মিত মৃত্যু ঘটছে। তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। অস্ত্রোপচারের প্রয়োজনীয় ওষুধ নেই বললেই চলে। এ অবস্থায় গাজায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে জাতিসংঘ। গাজার একটি হাসপাতালের চিকিৎসক ডা.

মারওয়ান আল-হামস বলেন, অবরোধ অব্যাহত থাকলে ও জ্বালানি না এলে শত শত রোগীর মৃত্যু হতে পারে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য

এছাড়াও পড়ুন:

এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন।

পরীক্ষার্থীরা তিনভাবে এইচএসসির ফলাফল জানতে পারছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।

আরও পড়ুনএইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে ৯টি নিয়ম১৪ অক্টোবর ২০২৫

শিক্ষার্থীরা ফলাফল দেখবেন যেভাবে

১.
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN–এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবেন। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
২.
পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
৩.
নির্ধারিত Short Code–16222–এ এসএমএসের মাধ্যমে ফলাফল পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে HSC Board Name (First 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে শিক্ষার্থীদের।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষা দেন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে তিনভাবে১০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ