জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে তিনি পরিচিত। খবর বিবিসির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আলবানিজের সমর্থনের কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিসির কয়েকজন বিচারপতির ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে আইসিসির মামলায় সরাসরি যুক্ত থাকার জন্য আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, আলবানিজ জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নন।

আরো পড়ুন:

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

৯০ দিনে মাত্র ৩টি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র

এই নিষেধাজ্ঞার ফলে ফ্রান্সেসকা আলবানিজের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হতে পারে এবং সেখানে তার যদি কোনো সম্পদ থেকে থাকে, তাহলে তা জব্দ হওয়ার আশঙ্কাও রয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বিবিসিকে কোনো মন্তব্য করতে রাজি হননি আলবানিজ। তবে আল জাজিরাকে দেওয়া মন্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে ‘মাফিয়া স্টাইলের ভয়ভীতি প্রদর্শনের কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এটি সর্বশেষ পদক্ষেপ। এর আগে আদালতের চারজন বিচারপতির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছর গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। যদিও সেসব অভিযোগ নেতানিয়াহু ও গ্যালান্ট উভয়েই অস্বীকার করেছেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় পশ্চিমা দেশগুলো যথাযথ ভূমিকা রাখছে না- এমন অভিযোগ দীর্ঘদিন থেকেই করে আসছেন জাতিসংঘের এই বিশেষ দূত।

আলবানিজের ওপর এমন সময়ে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা এলো, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনে অবস্থান করছেন। স্থানীয় সময় বুধবার তিনি পেন্টাগনে একটি বর্ধিত সম্মাননা গার্ড অব অনার গ্রহণ করেন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল য ক তর ষ ট র আলব ন জ র আইস স র ওপর ইসর য

এছাড়াও পড়ুন:

থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’

ভুটানের রাজধানী থিম্পুর বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’ শুরু হয়েছে। গত ৮ জুলাই সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) এই আর্টক্যাম্পটি চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।

আর্ট ক্যাম্পে বাংলাদেশ থেকে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ যোগ দিয়েছেন দেশের সাতজন তরুণ শিল্পী। তারা হলেন- শিল্পী কানক চাঁপা চাকমা, আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি ও রূপশ্রী হাজং।

এছাড়া ভুটানের ২ জন তরুণ শিল্পীও এসপিবিএ আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন উগেন সেরিং দয়া ও কিশোর দাহাল।

এরই মধ্যে ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সঙ্গে মত বিনিময়ও করেন। এই আর্টক্যাম্পের সার্বিক পরিচালনায় রয়েছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ