ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করলো ইসরায়েলি বাহিনী
Published: 10th, July 2025 GMT
গাজার মধ্যাঞ্চলে একটি মেডিকেল পয়েন্টের কাছে ইসরায়েলি হামলায় আট শিশু এবং দুই নারীসহ কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার গাজার আল-আকসা শহীদ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে পুষ্টিকর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর এই হামলা চালানো হয়েছে। হাসপাতাল থেকে সরবরাহ করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন শিশু এবং অন্যান্যদের মৃতদেহ মেঝেতে পড়ে আছে এবং চিকিৎসকরা তাদের ক্ষতের চিকিৎসা করছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় ‘হামাস সন্ত্রাসী’ কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার গাজার অন্যত্র হামলায় আরো ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারে যখন ইসরায়েলি এবং হামাস প্রতিনিধিদল নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে তখন এই হামলা চলছে গাজায়।
আল-আকসা হাসপাতালে থাকা এক নারী বিবিসিকে জানিয়েছেন, তার গর্ভবতী ভাগ্নী মানাল এবং তার মেয়ে ফাতিমা নিহতদের মধ্যে রয়েছে। মানালের ছেলে নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছে।
ইন্তিসার নামের ওই নারী বলেন, “ঘটনার সময় তিনি শিশুদের জন্য প্রয়োজনীয় ওষুধ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন, আমি জানি না এরপর কী হয়েছিল।”
কাছে দাঁড়িয়ে থাকা আরেক নারী বলেন, “কোন পাপের জন্য তাদের হত্যা করা হয়েছিল? আমরা সারা বিশ্বের কান ও চোখের সামনে মারা যাচ্ছি। পুরো বিশ্ব গাজা উপত্যকা দেখছে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর হাতে মানুষ না মরলেও ত্রাণ আনতে গিয়ে গিয়ে মারা যাচ্ছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য ইসর য
এছাড়াও পড়ুন:
গ্রেপ্তারকৃতদের তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করবে বাংলাদেশ
সম্প্রতি মালয়েশিয়ার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ আশ্বাস দেন।
শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাঁরা এক দ্বিপক্ষীয় বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও তদন্তের ফলাফল বিনিময়ের মাধ্যমে অভিযোগের অভ্যন্তরীণ তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। উভয়ই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এবং কোরিয়া প্রজাতন্ত্রের উপমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধান পার্ক ইউনজুর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ২০০৬ সালে এআরএফের সদস্য হয়। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ফোরামটি প্রতিষ্ঠিত হয়।