গত ৮ জুলাই, করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ৮-১০ মাস আগে মারা গেছেন হুমায়রা। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে এসব তথ্য চানিয়েছে।    

হুমায়রা আজগর আলীর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করেছেন পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ। এ প্রতিবেদনে বীভৎস চিত্র উঠে এসেছে। চলুন এক নজরে দেখে নিই হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহর ময়নাতদন্ত রিপোর্ট—

১.

শরীর মারাত্মকভাবে পচে গিয়েছে।
২. মুখের পেশীগুলো সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। 
৩. আঙুল ও নখ আলাদা হয়ে গিয়েছে।
৪. শরীরের কিছু অংশে মাংসপেশী ছিল না। 
৫. হাড়গুলো স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছিল।
৬. অটোলাইসিসে (জৈব প্রক্রিয়া) মস্তিষ্ক সম্পূর্ণভাবে পচে গিয়েছে।
৭. অভ্যন্তরীন অঙ্গগুলো কালো রঙে ভরা। 
৮. হাড়ে কোনো ফ্রাকচার শনাক্ত করা যায়নি। 
৯. মাথা ও মেরুদণ্ড অক্ষত। তবে মেরুদণ্ডের কোনো কোনো কর্ড পাওয়া যায়নি। 
১০. বাদামি রঙের পোকামাকড় ছিল, বিশেষ করে চুলে। তবে শুককীট ছিল না। 

আরো পড়ুন:

অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে: জেনারেল চৌহান

জিও টিভির এ প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী হুমায়রার শরীরে পচনের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা অসম্ভব করে তুলেছে। তবে ডিএনএ প্রোফাইলিং এবং টক্সিকোলজি টেস্ট চলছে। হুমায়রার চুলের ফিতা, কাপড় এবং রক্তের নমুনা রাসায়নিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। তাছাড়া আরো গভীর প্রক্রিয়ায় কাজ চলমান রয়েছে। 

হুমায়রা আজগর আলী যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটের ভাড়া ২০২৪ সাল থেকে দেন না এই অভিনেত্রী। বাধ্য হয়ে বাড়ির মালিক আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশে গত ৮ জুলাই অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতর প্রবেশ করে হুমায়রার মরদেহ দেখতে পায় পুলিশ। অ্যাপার্টমেন্টটিতে একাই বসবাস করতেন এই অভিনেত্রী। তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। বিস্ময়কর তথ্য হলো— হুমায়রার বাবা ডা. আজগর তার মেয়ের মরদেহ গ্রহণ করতেও অস্বীকৃতি জানান। 

টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ময়ন তদন ত র মরদ হ

এছাড়াও পড়ুন:

অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার

পাকিস্তানি মডেল-অভিনেত্রী হুমায়রা আজগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।  

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রা আজগর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ৩২ বছর বয়সি অভিনেত্রী হুমায়রার বলে শনাক্ত করেছে পুলিশ। প্রায় দুই সপ্তাহ আগে মারা গিয়েছেন তিনি। 

ডিআইজি সৈয়দ আসাদ রাজা ডনকে বলেন, “আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এরপর তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। এ অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন অভিনেত্রী হুমায়রা। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।” 

আরো পড়ুন:

বাংলাদেশ সফরে পাকিস্তান দল ঘোষণা, নেই একাধিক তারকা

পাকিস্তানে ভারী বৃষ্টিপাত, ১৯ জনের মৃত্যু

হুমায়রা আজগর আলীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে ডিআইজি রাজা বলেন, “প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়ার জন্য মৃতদেহটি জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।” 

মঙ্গলবার রাতে পোস্ট মর্টেম সম্পন্ন হয় হুমায়রা আজগর আলী। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, “মৃতদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না।” 

এসএসপি মাহজুর আলী ডনকে জানান, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। ২০২৪ সাল থেকে বাড়ির মালিককে ভাড়া দেন না হুমায়রা। এরপর বাসা খালি করার জন্য আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক। 

পুলিশের ধারণা, এটা কোনো হত্যাকাণ্ড নয়। কারণ অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা লক করা ছিল। দরজা ভেঙে পুলিশ সেখানে প্রবেশ করতে সক্ষম হয়। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ কোনো সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন এসএসপি আলী। 

টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন হুমায়রা। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে খ্যাতি এনে দেয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • অভিনেত্রীর মরদেহ নিতে রাজি নন বাবা
  • অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার