রাজধানীর মহাখালীর চেয়ারম্যানবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ মহাখালী চেয়ারম্যানবাড়ী রেললাইনসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ২৫৮ এল পিলারের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ছিল নীল রঙের থ্রি–কোয়ার্টার প্যান্ট। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ছেলেশিশুটির মৃত্যু হতে পারে। তার বয়স ৭ থেকে ৮ বছর।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন

দণ্ডপ্রাপ্তরা হলেন—শায়েস্তাগঞ্জ উপজেলার বড় চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ সরদারের ছেলে মো. জলিল সরদার (৪০)।

র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুল সংখ্যক টিকিটসহ তিনজনকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র‌্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ