২০২৪ সালের জুলাই–আগস্টের উত্তাল সময়ে প্রথম আলো প্রিন্ট, অনলাইন ও অন্যান্য মাধ্যমে আন্দোলনের প্রতিটি ঘটনা তুলে নিয়ে আসে বস্তুনিষ্ঠভাবে। প্রথম আলো ১ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত ১ হাজার ৯৩৪টি সংবাদ প্রকাশ করেছিল। প্রায় ২৫০ ঘণ্টা চলা লাইভ স্ক্রলিংয়ে আন্দোলনের প্রতিটি মুহূর্ত মূর্ত হয় ওঠে। ৫ আগস্ট সকালে সাভারে সংঘটিত গণহত্যার রোমহর্ষ ভিডিও সেই প্রদর্শনীকে ঘিরে নিয়ে আসে প্রথম আলো। এ ছাড়া মোহাম্মদপুরে সংগঠিত গণহত্যার ভিডিও আনে প্রথম আলো। এ দুটি ভিডিও এরই মধ্যে যে দেশ-বিদেশে তুমুল আলোড়ন তুলেছে। এর সবকিছু নিয়ে প্রথম আলো আয়োজন করেছিল একটি বিশেষ প্রদর্শনী— ‘জুলাই–জাগরণ’।
এ প্রদর্শনীতে আলোকচিত্র ও সংবাদের পাশাপাশি জুলাইয়ের শহীদদের স্মরণ করা হয়েছিল তাঁদের ব্যবহৃত দ্রব্যাদি প্রদর্শনের মধ্য দিয়ে। শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ জাবির ইব্রাহীম, শহীদ নাঈমা সুলতানা, শহীদ মাহামুদুর রহমান সৈকত ও শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের ব্যবহৃত দ্রব্যাদি প্রদর্শনের মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হয়। শহীদের রক্তাক্ত জামাকাপড়, আইডি কার্ডসহ ব্যবহৃত অন্য দ্রব্যাদি দর্শনার্থীদের দিয়েছে যেন তাঁদের নিবিড় সান্নিধ্য। প্রদর্শনীর সবচেয়ে বেদনাবিধুর অংশ ছিল এটি।
একই সঙ্গে জুলাইয়ের গণজোয়ার রুখে দেওয়ার জন্য বিগত সরকারের বর্বরোচিত প্রচেষ্টার চিহ্ন মেয়াদোত্তীর্ণ অত্যন্ত বিপজ্জনক কাঁদানে গ্যাসের শেল, পাশাপাশি রাবার বুলেট, ছররা গুলি, গ্রেনেডের পিন, প্রাণঘাতী বুলেটের খোসা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
এ দেশের প্রতিটি আন্দোলনে একেকটি শিল্পকর্ম আমরা প্রতীক হয়ে উঠতে দেখি। বায়ান্নর ভাষা আন্দোলনে মুর্তজা বশীরের লিনোকাটে ‘রক্তাক্ত একুশে’, উনসত্তরের গণ-অভ্যুত্থানে শামসুর রাহমানের কবিতা ‘আসাদের শার্ট’, একাত্তরের মহান স্বাধীনতা আন্দোলনে কামরুল হাসানের পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পাভেল রহমানের আলোকচিত্র ‘নূর হোসেন’। ২০২৪ সালের জুলাই-জাগরণের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাঈদ উঠে এসেছেন শহীদ কবিরের এচিংয়ে।
প্রথম আলো ২০২৫ সালের ২৪-৩১ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আট দিনব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শারমীন এস মুরশিদ এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। প্রদর্শনীটি দর্শনার্থীদের আবারও ফিরিয়ে নিয়ে যায় আন্দোলনমুখর সেই দিনগুলোতে; আন্দোলনের আবেগকে করে তোলে আরও বেগবান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল
এছাড়াও পড়ুন:
রাকসু নির্বাচন : নবীনবরণ ঘিরে প্রার্থীদের প্রচারণা, এক প্রার্থী দিলেন শিউলি ফুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তন–সংলগ্ন এলাকায় নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রচার চালান তাঁরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এবারও সেই রীতি মেনে প্রায় চার হাজার শিক্ষার্থীকে বরণ নিচ্ছে প্রশাসন। আজ সকাল ১০টায় শুরু হয় এই অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক আলোচনার পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরও বক্তব্য দেওয়ার কথা আছে। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বও আছে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। এসব নবীন আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভোট দিতে পারবেন।
এদিকে নবীনবরণ অনুষ্ঠানস্থলে প্রার্থীরা ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম। তিনি জানান, প্রার্থীরা অনুষ্ঠানস্থলের বাইরে থেকে প্রচার চালাতে পারবেন।
আরও পড়ুনভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা, তুলেছেন মনোনয়নপত্র০৩ সেপ্টেম্বর ২০২৫শিউলি ফুলের শুভেচ্ছানবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেন কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে। তাঁরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নতুন। তাঁদের সবার কাছে প্রার্থীরা পৌঁছাতে পারেননি। আজ তাঁদের একসঙ্গে পাওয়া গেছে। এই নির্বাচনে এসব শিক্ষার্থী বিশাল ভোটব্যাংক।
আজ সকালে নবীন শিক্ষার্থীদের শিউলি ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নোমান ইমতিয়াজ। তিনি সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও প্রার্থী হয়েছেন। ফুলের পাশাপাশি নিজের নির্বাচনী লিফলেটও বিলি করেন তিনি।
শিউলি ফুল হাতে পেয়ে মুগ্ধতার কথা জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইরিন জামান খান। তিনি বলেন, ‘অসাধারণ! ফুল হাতে পেয়ে ভালো লাগছে।’
ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন ৫১ বছর বয়সী প্রার্থী শাহরিয়ার মোরশেদ