দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
Published: 13th, July 2025 GMT
মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দাখিল নবম পরীক্ষা-২০২৬ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে পারবে শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের বৃত্তি, আইইএলটিএসে ৭ থাকলেই আবেদন৩ ঘণ্টা আগেএ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় ১৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া যাবে। ১৩ আগস্ট পর্যন্ত ই-এসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবে শিক্ষার্থীরা। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।
আরও পড়ুনপাস করা সব শিক্ষার্থী ভর্তি হলেও খালি থাকবে ১৩ লাখ আসন ১২ জুলাই ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র সময়
এছাড়াও পড়ুন:
‘এ’ ক্যাটাগরিতে উন্নীত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর,২০২৪ হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এ কারণে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। ১৪ অক্টোবর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।
এর আগে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটি প্রেরণ করেছে।
ঢাকা/এনটি/ইভা