গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলে করে দুই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাবা। গুরুতর আহত অবস্থায় দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর অটো স্পিনিং কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মাসুদ রানা (৩৫)। তিনি শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামের বোরহান উদ্দীনের ছেলে। এ ঘটনায় তাঁর দুই মেয়ে মাহি আক্তার (১২) ও মুনিয়া আক্তার (১০) গুরুতর আহত হয়েছে। তারা শ্রীপুরের মাওনা চৌরাস্তার ন্যাশনাল মেরিট একাডেমির ষষ্ঠ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, মাসিক মূল্যায়ন পরীক্ষা ও মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে স্কুলে দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বাবার সঙ্গে দুই মেয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা।

স্থানীয় লোকজন জানান, মাসুদ রানা প্রতিদিন তাঁর দুই মেয়েকে নিয়ে মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট একাডেমিতে যাতায়াত করেন। আজ মেয়েদের নিয়ে স্কুলের অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাসুদ রানা। এ ঘটনায় তাঁর দুই মেয়ে গুরুতর আহত হন।

নিহত মাসুদ রানার স্ত্রী মোসা.

লায়লা বলেন, স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এক মেয়ের পা ভেঙে গেছে। আরেক মেয়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছে। তিনি দুই মেয়েকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তাঁদের চিকিৎসা চলছে।

ন্যাশনাল মেরিট একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক শাহাবুদ্দিন ফরাজী প্রথম আলোকে বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মিলাদ ও দোয়া অনুষ্ঠান করছিলাম। তখনই খবর পেলাম আমাদের দুই ছাত্রী ও তাদের বাবা দুর্ঘটনাকবলিত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন য় গ র তর

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • নভেম্বরে বৃষ্টি ফসলের জন্য কতটা ক্ষতির
  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২