লক্ষ্মীপুরে জামায়াত নেতা কাউছার আহমদ মিলনকে (৫৫) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৩ জুলাই) দুপুরে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার আদিলপুর গ্রামের মো.

বাবুলের ছেলে রনি (২২) ও রকি (২০)। নিহত মিলন সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

আরো পড়ুন:

আনোয়ারুল হত্যা: ২৩ বছর পর আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে পৃথক হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে কাউছারদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ ছিল। এর জেরে, গত ৫ জুন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাউসারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা করে। ঘটনাটি দেখে কাউছার তার ভাইকে বাঁচাতে যায়।

এ সময় তার মাথার পেছনে লোহার রড দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তরা হাসপাতালে গিয়েও ভুক্তভোগীদের হত্যার হুমকি দেন। এতে ভয়ে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন।

ওই দিন সন্ধ্যায় কাউছারের অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলা করেন।

ঢাকা/জাহাঙ্গীর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ