গাজা যুদ্ধবিরতি আলোচনা বাতিল করছেন নেতানিয়াহু ও ট্রাম্প
Published: 25th, July 2025 GMT
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের সাথে গাজা যুদ্ধবিরতি আলোচনা বাতিল করতে যাচ্ছেন। তারা উভয়েই জানিয়েছেন, এটা স্পষ্ট হয়ে গেছে যে, হামাস চুক্তি চায় না।
নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল এখন গাজা থেকে তার জিম্মিদের ফিরিয়ে আনা এবং ছিটমহলে হামাসের শাসনের অবসান ঘটানোর লক্ষ্য অর্জনের জন্য ‘বিকল্প’ উপায় বিবেচনা করছে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন হামাস নেতাদের এখন ‘শিকার করা হবে।’
হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছেন, “হামাস আসলে কোনো চুক্তি করতে চায়নি। আমার মনে হয় তারা মরতে চায়। এবং এটি খুবই খারাপ। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনাকে কাজটি শেষ করতে হবে।”
যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন ত্রাণের প্রবেশ বন্ধের কারণে খাদ্যাভাব বাড়ার বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে, তখন নেতানিয়াহু ও ট্রাম্পের এই মন্তব্যগুলো যুদ্ধ থামানোর জন্য আলোচনা পুনরায় শুরু করার কোনো জায়গা রাখেনি।
ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির নেতানিয়াহুর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি গাজায় সহায়তা সম্পূর্ণ বন্ধ এবং ছিটমহল সম্পূর্ণভাবে দখলের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “হামাসকে সম্পূর্ণ নির্মূল, দেশত্যাগকে উৎসাহিত করুন, (ইহুদি) বসতি স্থাপন করুন।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন