বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য
Published: 4th, August 2025 GMT
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া পরিবর্তন করেছে যুক্তরাজ্য। ভিসার জন্য কাগজের নথিপত্রের পরিবর্তে ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে গত ১৫ জুলাই থেকে যাঁরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসা (স্টুডেন্ট ভিসা) আবেদন করেছেন, তাঁরা পাসপোর্টে আর ভিসার স্টিকার বা ভিনিয়েট পাবেন না। কারা এখন পাসপোর্টে স্টিকার পাবেন, তা–ও জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।
যুক্তরাজ্যের সরকারের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ই-ভিসা চালু করে যুক্তরাজ্য ইতিমধ্যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) বাতিল করে দিয়েছে এবং এর পরিবর্তে ই-ভিসা চালু করেছে। একইভাবে আগামীতে বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (বিআরসি) ও পাসপোর্টে সিল বা স্টিকার ভিসা—সব কিছুই ধাপে ধাপে ই-ভিসার মাধ্যমে প্রতিস্থাপিত হবে। ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে।
আরও পড়ুনফিনল্যান্ড কীভাবে গড়েছে বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা, সাফল্যের ৬ কারণ০৩ আগস্ট ২০২৫কী কী পরিবর্তন হচ্ছে—
বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে ভিসা পেলে পাসপোর্টে আর কোনো স্টিকার (ভিনিয়েট) থাকবে না। ভিসার সব তথ্য সংরক্ষিত থাকবে একটি নিরাপদ ডিজিটাল অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্ট থেকে তা যেকোনো সময় যাচাই বা আপডেট করা যাবে। যুক্তরাজ্যে প্রবেশের সময় শিক্ষার্থীদের কাছে কেবল পাসপোর্ট এবং ই-ভিসা অ্যাকাউন্টের তথ্য রাখতে হবে।
কারা এখনো স্টিকার ভিসা পাবেন?
অধিকাংশ আবেদনকারী ই-ভিসা পাবেন, তবে কিছু ক্ষেত্রে ভিনিয়েট স্টিকার পাবেন, যাঁরা স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট (স্বামী/স্ত্রী, সন্তান) আবেদনকারী।
যুক্তরাজ্যের হোম অফিস বলছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো প্রবেশাধিকার সহজ ও নিরাপদ করা এবং ডিজিটাইজেশন প্রক্রিয়াকে আরও একধাপ এগিয়ে নেওয়া। ই-ভিসার মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ভিসা যাচাই বা তথ্য-উপাত্ত হালনাগাদ করা সম্ভব হবে।
আরও পড়ুননিউজিল্যান্ড শিক্ষার্থীদের জন্য বাড়াচ্ছে কর্মঘণ্টা, আরও নতুন যে যে উদ্যোগ২২ জুলাই ২০২৫বিমানে ওঠার আগে শিক্ষার্থীদের যা যা অনুসরণ করা উচিত—
* ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট তৈরি করুন এবং যেই পাসপোর্ট দিয়ে ভ্রমণ করবেন, সেটি ওই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নিন
* নিশ্চিত হয়ে নিন যে আপনার ই–ভিসা ইস্যু হয়েছে এবং সঠিকভাবে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে
* ই–ভিসা অনুমোদনের চিঠির একটি কপি (মুদ্রিত বা ডিজিটাল) সঙ্গে রাখুন, যাতে বিমানবন্দরে বা ইমিগ্রেশনের সময় দেখানো যায়
* যদি নতুন পাসপোর্ট করে থাকেন বা পাসপোর্ট পরিবর্তন করে থাকেন, তবে ইউকেভিআই প্রোফাইলে পাসপোর্টের তথ্য আপডেট করুন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর জ য র অ য ক উন ট র বর ত
এছাড়াও পড়ুন:
সুকুক বন্ড বরাদ্দের হার পুনঃনির্ধারণ
সুকুক বন্ড বরাদ্দের হার পুনঃনির্ধারণ করে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বিমা কোম্পানি এবং কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোজে সুকুক বন্ডে বিনিয়োগ বরাদ্দের হার বাড়ানো হয়েছে।
এর আগে জারি করা এ-সংক্রান্ত সব নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্টদের এই তথ্য অবহিত করা হয়েছে।
আরো পড়ুন:
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
এনআরবিসি ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
প্রজ্ঞাপন অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, বিমা কোম্পানি এবং কনভেনশনাল ব্যাংকগুলোর ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোগুলো ইস্যু করতে যাওয়া সুকুকের ৮০ শতাংশ, কনভেনশনাল ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বীমা কোম্পানি ইস্যুতব্য সুকুকের ৫ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড, মিউচুয়াল ফান্ড প্রভৃতি ইস্যু করতে যাওয়া সুকুকের ১৫ শতাংশ হারে বরাদ্দ পাবে।
বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হবে সেটি হলো, তিনটি শ্রেণিতেই নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি বিড দাখিল হলে প্রত্যেক শ্রেণির বিড দাখিলকারীদের মধ্যে তাদের দাখিল করা বিডের সমানুপাতিক হারে সুকুক বরাদ্দ দেওয়া; কোনো শ্রেণিতে নির্ধারিত অনুপাতের চেয়ে কম বিড দাখিল হলে তাদের মধ্যে বিতরণের পর অবশিষ্ট সুকুক বেশি বিড দাখিলকারীদের মধ্যে (যদি থাকে) তাদের দাখিলকৃত বিডের সমানুপাতিক হারে বরাদ্দ দেওয়া। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা/নাজমুল/রাসেল