ইউক্রেন যুদ্ধ অবসানের পথ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে গতকাল সোমবার হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘প্রায় স্যুট’ পরে এদিন হোয়াইট হাউসে আসেন জেলেনস্কি।

ট্রাম্পকে খুশি করতেই কি নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে জেলেনস্কি এ পোশাক পরেছিলেন? গতকালের বৈঠক এটিসহ আরও কিছু প্রশ্নের জন্ম দিয়েছে।

উষ্ণ পরিবেশ, কিন্তু অর্জন খুব সামান্যই

সাত ইউরোপীয় নেতা, ইউক্রেনের প্রেসিডেন্ট, তাঁদের গাড়িবহর, ট্রাম্প প্রশাসনের কয়েক ডজন কর্মকর্তা এবং শতাধিক সাংবাদিক ওই বৈঠক সামনে রেখে গতকাল হোয়াইট হাউসে আসেন।

বৈঠক শুরুর আগে যে প্রশ্নগুলো সবচেয়ে জোরালো ছিল সেগুলোর অন্যতম ছিল—ট্রাম্প-জেলেনস্কি কি শান্তির পথে একমত হবেন? নাকি গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকের মতো এবারও বাগ্‌বিতণ্ডায় জড়াবেন?

গতকালের বৈঠকে এর কোনটিই ঘটেনি। ফেব্রুয়ারির বৈঠকে জেলেনস্কি তাঁর পোশাক ও আচরণের জন্য বড় তিরস্কারের মুখে পড়েছিলেন। এবার নিজের পোশাক ও আচরণ উভয়ই পরিবর্তন করেছেন তিনি।

জেলেনস্কিসহ হোয়াইট হাউসে যাওয়া ইউরোপীয় নেতারা সতর্কভাবে ট্রাম্পের সঙ্গে তাঁদের নীতিগত মতবিরোধ আড়াল করে রাখার চেষ্টা করেছেন। তাঁরা তাঁদের বক্তব্য অস্পষ্ট রেখেছেন এবং ট্রাম্পকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন।

জেলেনস্কি এবার অনেকটা আনুষ্ঠানিক পোশাক পরে এসেছেন এবং ট্রাম্পের প্রতি বারবার ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এর ফলাফলও পেয়েছেন। ফেব্রুয়ারির বৈঠকে ট্রাম্প তাঁর সঙ্গে যেটা করেছিলেন, এবার হোয়াইট হাউসে তার থেকে অনেক বেশি খাতির করেছেন।

বৈঠকে ট্রাম্প মস্কোর সঙ্গে কিয়েভের সম্ভাব্য শান্তি চুক্তির পর ইউক্রেনের নিরাপত্তায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও বলা যায়, ভূমি বিনিময়, নিরাপত্তার নিশ্চয়তা বা নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনের তাৎক্ষণিক কোনো ইঙ্গিত কোনো পক্ষই দেখায়নি।

পরিবর্তে ট্রাম্প এ বৈঠক শেষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে; যে বৈঠকে বাকি অনেক বিষয়ের সমাধান নিয়ে আলোচনা হবে।

প্রেসিডেন্ট আপনাকে অনেক ধন্যবাদ.

..আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। এ হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ শেষ করতে আপনার প্রচেষ্টা, ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টপ্রশংসার ঝড়

‘আপনি কি একবারও “ধন্যবাদ” বলেছেন’—ফেব্রুয়ারির বৈঠকে আচমকা এ প্রশ্ন করে জেলেনস্কিকে তীব্র আক্রমণ করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। ভ্যান্সের অভিযোগ ছিল, (রাশিয়ার বিরুদ্ধে) যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য জেলেনস্কি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশের কমতি নিয়ে এবারের বৈঠকে যেন কোনো কথা না হয়, তা গতকাল নিশ্চিত করেছেন জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে নিজের উদ্বোধনী বক্তব্যে জেলেনস্কি আটবার ‘ধন্যবাদ’ বলেছেন, বেশির ভাগই ট্রাম্পকে উদ্দেশ্য করে। তা–ও আবার ১০ সেকেন্ডে চারবার ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘প্রেসিডেন্ট আপনাকে অনেক ধন্যবাদ...আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। এই হত্যাকাণ্ড থামাতে এবং এই যুদ্ধ শেষ করতে আপনার প্রচেষ্টা, ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।’

জেলেনস্কি সোমবার যে পোশাক পরে হোয়াইট হাউসে উপস্থিত হন, সেটিকে এক ইউরোপীয় কূটনীতিক ‘প্রায় স্যুট’ বলে বর্ণনা করেন।

জেলেনস্কি তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ দেন। এর আগে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকে মেলানিয়া ইউক্রেনে অপহৃত শিশুদের বিষয়ে রুশ প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে জেলেনস্কি বলেন, ‘এ সুযোগ (ট্রাম্পের সঙ্গে বৈঠকের) ব্যবহার করে আপনার স্ত্রীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।’

বিবিসির খবরে বলা হয়, জেলেনস্কি এদিন ট্রাম্পের হাতে তাঁর স্ত্রী ওলেনা জেলেনস্কার লেখা একটি চিঠি তুলে দিয়ে বলেন, ‘এটা আপনার জন্য নয়, আপনার স্ত্রীর জন্য।’

সোমবারের বৈঠকে এমন খোশমেজাজে দেখা গেছে জেলেনস্কি ও ট্রাম্পকে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র কর ছ ন র জন য গতক ল ইউর প আপন র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।

ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র‍্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র‍্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

আজ সন্ধ্যায় পাঠানো র‍্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কেউ কটুক্তি করলে কী করবেন?
  • বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ‌্যে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান পছন্দ হয়নি স‌্যামির
  • মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার