জিম্মিদের মুক্তি না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে, হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি
Published: 6th, September 2025 GMT
যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসকে আহ্বান জানিয়েছেন। তাদের মুক্তি না দিলে পরিস্থিতি কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, হামাস যদি জিম্মিদের আটকে রাখে তবে পরিস্থিতি হবে ‘কঠিন’ ও ‘ভয়াবহ’। খবর রয়টার্সের।
তিনি আরো বলেন, “আমরা বলেছি—ওদের সবাইকে এখনই মুক্তি দাও। আর তাতে তাদের জন্য অনেক ভালো কিছু ঘটবে। কিন্তু যদি মুক্তি না দাও, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে।”
যদিও হামাস কিছু দাবি তুলেছে যেগুলো গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি, তবে বিস্তারিত ব্যাখ্যা দেননি।
২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলি হামলার পর হামাস গাজায় ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে। ইসরায়েলের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়।
গাজায় প্রায় ৫০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জনকে জীবিত বলে ধারণা করা হচ্ছে। হামাস বলছে, অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে তারা কিছু জিম্মিকে মুক্তি দিতে পারে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, “তিনি সব জিম্মির মুক্তিই চান।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ শেষ হবে কেবল তখনই যখন সব জিম্মি মুক্তি পাবে, হামাস নিরস্ত্র হবে, গাজায় ইসরায়েল নিরাপত্তা নিয়ন্ত্রণ নেবে এবং সেখানে একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে হামাস যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের গাজা থেকে পূর্ণ প্রত্যাহার দাবি করছে।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত ইসর য
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।