ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। এটি সঞ্চালনা করে থাকেন সালমান খান। এরই মধ্যে শোটির ১৯তম সিজন শুরু হয়েছে। গত কয়েক দশকে এ শোয়ে অংশ নেওয়ার জন্য বহুবার প্রস্তাব দেওয়া হয়েছে বিতর্কিত অভিনেত্রী তনুশ্রী দত্তকে। এজন্য তাকে কয়েক কোটি টাকা পারিশ্রমিক দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল।   

বলিউড ঠিকানাকে সাক্ষাৎকার দিয়েছেন তনুশ্রী দত্ত। এ অভিনেত্রী বলেন, “আপনি কি সত্যিই ভাবেন আমি এই শো-তে যাব? আমি এ ধরনের জায়গায় থাকতে পারি না। আমি তো আমার নিজের পরিবারের সঙ্গেও থাকি না। আমি কখনো ‘বিগ বস’-এ আগ্রহী ছিলাম না, আর হবও না। আমাকে ওই অনুষ্ঠানের জন্য ১ কোটি ৬৫ লাখ রুপির প্রস্তাব দেওয়া হয়েছিল। আমার সমপর্যায়ের আরেকজন বলিউড তারকাকেও একই পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।” 

আরো পড়ুন:

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন হুমা কুরেশি!

দুর্ঘটনার কবলে অঙ্কিতার স্বামী, হাতে ৪৫টি সেলাই

একটি ঘটনা বর্ণনা করে তনুশ্রী দত্ত বলেন, “বিগ বস’-এর স্টাইলিস্ট আমাকে ফোন করেছিলেন। তিনি অনুরোধ করে বলেছিলেন, ‘আমার ডায়েটের যত্ন তিনি নেবেন।’ আমি বলেছিলাম, ‘ওরা যদি আমাকে চাঁদের এক টুকরোও দেয়, তাও আমি যাব না।” 

কোনো পুরুষের সঙ্গে ঘুমাতে পারবেন না তনুশ্রী। মূল্যবোধ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “একই হল রুমে একসঙ্গে ঘুমাচ্ছে নারী-পুরুষ। সেখানেই তারা ঝগড়া করছে, সেখানেই থাকছে—আমি এটা করতে পারব না। ডায়েট নিয়ে আমি খুব সচেতন, সেটা আমার শক্তির ওপর নির্ভর করে। আমি কি এমন নারী যে, রিয়েলিটি শোয়ের জন্য একজন পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাব? আমি এতটা সস্তা নই। আমার গোপনীয়তা আমার কাছে অনেক মূল্যবান। আমি জানি, যদি আমাকে শান্তিতে কাজ করতে দেওয়া হয়, তাহলে এর চেয়ে অনেক বেশি উপার্জন করতে পারি।” 

১৯৮৪ সালের ১৯ মার্চ ঝাড়খন্ডের জামশেদপুরের একটি বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তনুশ্রী দত্ত। সেখানকার ডি.

বি. এম. এস. ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। পর পুনে ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন। ২০০৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। পরে মিস ইউনিভার্সের সেরা দশে জায়গা করে নেন এই অভিনেত্রী। 

২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তনুশ্রী দত্ত। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। দীর্ঘ দিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দারুণ আলোচনার জন্ম দেন।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ