শাহরুখপুত্রের হাত ধরে নায়িকার ভাগ্যবদল
Published: 10th, October 2025 GMT
১৯৯৯ সালে হিমাচলপ্রদেশের শিমলায় জন্মগ্রহণ করেন সাহের বাম্বা। বাবা-মা, বোনের সঙ্গে সেখানেই তার বেড়ে ওঠা। শিমলা থেকে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য মুম্বাই পাড়ি জমান। অবশ্য, মুম্বাই যাওয়ার নেপথ্যে অন্য একটি কারণও ছিল। শৈশব থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন সাহের। মুম্বাইয়ের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন সাহের।
স্নাতক ডিগ্রি অর্জনের পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন সাহের। পড়াশোনা শেষ করে অভিনয়ের জন্য নানা জায়গায় অডিশন দিতে শুরু করেন তিনি। ধরাবাঁধা আয়-রোজগার ছিল না বলে মুম্বাইয়ের একটি হোস্টেলে থাকতেন সাহের। আরো আটজন মেয়ের সঙ্গে সেই হোস্টেলের একটি ঘরে থাকতেন। গন্তব্য যত দূরেই হোক না কেন, খরচ কমানোর জন্য লোকাল ট্রেনেই যাতায়াত করতেন সাহের।
আরো পড়ুন:
কত টাকার সম্পদ রেখে গেছেন গায়ক জুবিন?
প্রেক্ষাগৃহে আসছে ‘বান্ধব’
২০১৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন সাহের। কত্থক নাচেও পারদর্শী তিনি। বিজ্ঞাপনে কাজের জন্য অডিশন দিতে শুরু করেন। কিন্তু সহজে কাজের সুযোগ পেতেন না। দ্বারে দ্বারে ঘুরে অডিশন দিয়েও লাভ হতো না সাহেরের। বহু জায়গা থেকে প্রত্যাখ্যাত হন। কিন্তু হার মানার পাত্রী নন সাহের। এক তারকা-পুত্রের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান।
২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পল পল দিল কে পাস’ সিনেমা। এই সিনেমায় বলিউড অভিনেতা সানি দেওলের পুত্র করন দেওলের বিপরীতে অভিনয় করেন সাহের। দুজনের ক্যারিয়ারের প্রথম সিনেমা এটি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।
সাহেরের অভিষেক সিনেমা ব্যর্থ হওয়ায় এ অভিনেত্রীর ক্যারিয়ার বিপদের মুখে পড়ে। বড় পর্দায় কাজের সুযোগ পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। সাহেরের দাবি, “প্রথম সিনেমা মুক্তির পর হাতেগোনা কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু কোনো চরিত্রই পছন্দ হয়নি। যার কারণে সেসব প্রস্তাব ফিরিয়ে দিই।” ‘পল পল দিল কে পাস’ সিনেমা মুক্তির পর টানা দু-বছর অভিনয়ে দেখা যায়নি তাকে। ২০২১ সালে ওটিটিতে মুক্তি পায় ‘দ্য এম্পায়ার’ এবং ‘দিল বেকারার’ নামে ওয়েব সিরিজ। এ দুটোতে অভিনয় করেন সাহের।
২০২২ সালে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন সাহের। এ গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী বি প্রাক। তারপর আবার দুই বছরের বিরতি। ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’ নামে স্পোর্টস ড্রামা ঘরানার একটি হিন্দি সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেন হর্ষবর্ধন রানে। সিনেমাটির পার্শ্বচরিত্রে অভিনয় করেন সাহের।
বড় পর্দার একটি সিনেমায় অভিনয়ের পর ওটিটি প্ল্যাটফর্মেই টুকটাক অভিনয় করতে থাকেন সাহের। ছয় বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার পর তার বিশেষ নামডাক হচ্ছিল না। এরপর শাহরুখ-পুত্র আরিয়ান খানের নজরে পড়ার পর সাহেরের ক্যারিয়ারের ভাগ্যের চাকা অন্যদিকে মোড় নেয়। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় আরিয়ান নির্মিত ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ। এ সিরিজের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সাহের।
আরিয়ানের ওয়েব সিরিজটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। রাতারাতি লাইমলাইটে চলে আসেন সাহের। ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে ‘স্ট্রাগল’ করার পর অবশেষে স্বপ্নপূরণ হলো এই অভিনেত্রীর। তবে ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করেছেন, তা এখনো জানাননি এই অভিনেত্রী
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ক ত র পর র জন য র একট
এছাড়াও পড়ুন:
শাহরুখপুত্রের হাত ধরে নায়িকার ভাগ্যবদল
১৯৯৯ সালে হিমাচলপ্রদেশের শিমলায় জন্মগ্রহণ করেন সাহের বাম্বা। বাবা-মা, বোনের সঙ্গে সেখানেই তার বেড়ে ওঠা। শিমলা থেকে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য মুম্বাই পাড়ি জমান। অবশ্য, মুম্বাই যাওয়ার নেপথ্যে অন্য একটি কারণও ছিল। শৈশব থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন সাহের। মুম্বাইয়ের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন সাহের।
স্নাতক ডিগ্রি অর্জনের পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন সাহের। পড়াশোনা শেষ করে অভিনয়ের জন্য নানা জায়গায় অডিশন দিতে শুরু করেন তিনি। ধরাবাঁধা আয়-রোজগার ছিল না বলে মুম্বাইয়ের একটি হোস্টেলে থাকতেন সাহের। আরো আটজন মেয়ের সঙ্গে সেই হোস্টেলের একটি ঘরে থাকতেন। গন্তব্য যত দূরেই হোক না কেন, খরচ কমানোর জন্য লোকাল ট্রেনেই যাতায়াত করতেন সাহের।
আরো পড়ুন:
কত টাকার সম্পদ রেখে গেছেন গায়ক জুবিন?
প্রেক্ষাগৃহে আসছে ‘বান্ধব’
২০১৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন সাহের। কত্থক নাচেও পারদর্শী তিনি। বিজ্ঞাপনে কাজের জন্য অডিশন দিতে শুরু করেন। কিন্তু সহজে কাজের সুযোগ পেতেন না। দ্বারে দ্বারে ঘুরে অডিশন দিয়েও লাভ হতো না সাহেরের। বহু জায়গা থেকে প্রত্যাখ্যাত হন। কিন্তু হার মানার পাত্রী নন সাহের। এক তারকা-পুত্রের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান।
২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পল পল দিল কে পাস’ সিনেমা। এই সিনেমায় বলিউড অভিনেতা সানি দেওলের পুত্র করন দেওলের বিপরীতে অভিনয় করেন সাহের। দুজনের ক্যারিয়ারের প্রথম সিনেমা এটি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।
সাহেরের অভিষেক সিনেমা ব্যর্থ হওয়ায় এ অভিনেত্রীর ক্যারিয়ার বিপদের মুখে পড়ে। বড় পর্দায় কাজের সুযোগ পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। সাহেরের দাবি, “প্রথম সিনেমা মুক্তির পর হাতেগোনা কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু কোনো চরিত্রই পছন্দ হয়নি। যার কারণে সেসব প্রস্তাব ফিরিয়ে দিই।” ‘পল পল দিল কে পাস’ সিনেমা মুক্তির পর টানা দু-বছর অভিনয়ে দেখা যায়নি তাকে। ২০২১ সালে ওটিটিতে মুক্তি পায় ‘দ্য এম্পায়ার’ এবং ‘দিল বেকারার’ নামে ওয়েব সিরিজ। এ দুটোতে অভিনয় করেন সাহের।
২০২২ সালে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন সাহের। এ গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী বি প্রাক। তারপর আবার দুই বছরের বিরতি। ২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’ নামে স্পোর্টস ড্রামা ঘরানার একটি হিন্দি সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেন হর্ষবর্ধন রানে। সিনেমাটির পার্শ্বচরিত্রে অভিনয় করেন সাহের।
বড় পর্দার একটি সিনেমায় অভিনয়ের পর ওটিটি প্ল্যাটফর্মেই টুকটাক অভিনয় করতে থাকেন সাহের। ছয় বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার পর তার বিশেষ নামডাক হচ্ছিল না। এরপর শাহরুখ-পুত্র আরিয়ান খানের নজরে পড়ার পর সাহেরের ক্যারিয়ারের ভাগ্যের চাকা অন্যদিকে মোড় নেয়। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় আরিয়ান নির্মিত ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ। এ সিরিজের মুখ্যচরিত্রে অভিনয় করেছেন সাহের।
আরিয়ানের ওয়েব সিরিজটি মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। রাতারাতি লাইমলাইটে চলে আসেন সাহের। ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে ‘স্ট্রাগল’ করার পর অবশেষে স্বপ্নপূরণ হলো এই অভিনেত্রীর। তবে ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করেছেন, তা এখনো জানাননি এই অভিনেত্রী
ঢাকা/শান্ত