পুকুরপাড়ে পড়ে ছিল নারী গ্রাম পুলিশ সদস্যের মরদেহ
Published: 11th, October 2025 GMT
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্না রানী দাস (৩৫) নামের এক নারী গ্রাম পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরপাড়ের লাউ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আন্না রানী দাস উপজেলার সলঙ্গা ইউনিয়নের মধ্য ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ দাসের স্ত্রী ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের দফাদার পদে কর্মরত ছিলেন।
আরো পড়ুন:
একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ
নওগাঁয় একদিনে ৩ জনের মরদেহ উদ্ধার
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘‘স্থানীয়রা পুকুরপাড়ের লাউ ক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/রাসেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ র মরদ হ উদ ধ র
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপের টিকিট কাটল ঘানা
পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।
এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।
আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।
আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।
গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও