জাবিতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার দাবি
Published: 12th, October 2025 GMT
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা সদস্যের অবিলম্বে গ্রেপ্তার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অধীনে বিচার নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে জাবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
আরো পড়ুন:
খুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
শিশু তায়েবা হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন
এ সময় বাগছাস জাবি শাখা সদস্য এবং জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমাদের সেনাবাহিনী। তাদের সমর্থনে জুলাই আন্দোলন সফল হয়েছে। সেনাবাহিনীর যারা জাতীয় বীর তাদের মূল্যায়ন করা হোক। তবে বিগত সময়ে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য গুম, খুন, হত্যা ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিল।”
তিনি বলেন, “যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক। আগামীদিনে কেউ বাংলাদেশ পন্থার বিরুদ্ধে গিয়ে কাজ করতে না পারে, সেদিকে দৃষ্টি রাখতে হবে।”
বাগছাস জাবি শাখা সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, “আমাদের দেশের সেনাবাহিনীর মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী শেষ পেরেক মারে সরকারের অধীনে থাকা ডিজিএফআইয়ের কর্মকর্তাদের দিয়ে গুম ও খুনের মাধ্যমে। আমাদের আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, গুম, খুনের সঙ্গে যে-সকল কর্মকর্তা এবং তাদের আন্ডারে যারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ দিতে ব্যর্থতা এবং অপারগতা দেখা যাচ্ছে। আমরা গোয়েন্দাদের বলতে চাই— আপনারা জামায়াত-বিএনপি নেতাকর্মীদের অজপাড়াগাঁ থেকে খুঁজে খুঁজে আনতে পারেন, কিন্তু অভিযুক্ত সেনা সদস্যদের খুঁজে পাচ্ছেন না।”
তিনি বলেন, “আমরা আওয়ামী লীগ এবং গোয়েন্দাদের কঠিন হুঁশিয়ারি সুরে বলতে চাই, আপনারা যারা এসব নাটক খেলছেন, ছাত্রসমাজ এসব বুঝে। আপনারা আদালত থেকে ছাড় পেলেও ছাত্রসমাজ থেকে ছাড় পাবেন না। দীর্ঘ ১৫ বছরে নির্যাতিত বিএনপি-জামায়াত নেতাকর্মীরাও মুখে কুলুপ এঁটে আছে, তাদের বিরুদ্ধে কিছু বলছে না। কিন্তু আমরা যারা ভুক্তভোগী এবং আপামর জনগণের সময় এসেছে এ বিষয়ে কথা বলার, যতক্ষণ পর্যন্ত না তাদের বিচার নিশ্চিত হচ্ছে।”
বাগছাস জাবি শাখার সিনিয়র সদস্য সচিব এবং জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন-বিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, “আমরা গুম কমিশনের রিপোর্টে দেখেছি কীভাবে বিরোধী মতের মানুষকে হত্যা করা হয়েছে। বাসা থেকে তুলে এনে বছরের পর বছর আটকে রাখা হয়েছে আয়না ঘরে। নারীদের আয়না ঘরে ধর্ষণ করা হয়েছে।”
তিনি বলেন, “সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। তবে বিগত হাসিনা সরকার তাদের কিছু অফিসারকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক সেই অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায়া জারি করেছে। আমরা চাই, তাদের বিচার মার্শাল কোর্টে নয়, অপরাধ আদালতের মাধ্যমে হতে হবে।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র অপর ধ সদস য
এছাড়াও পড়ুন:
বিভিন্ন দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন'র মানববন্ধন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে শিক্ষকদের বিভিন্ন দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ ও শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধ সহ যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারাদেশের সকল শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করবে পর্যায়ক্রমে।
বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক, আমরা জাতি গঠনের কারিগর। দেশের বর্তমান পরিস্থিতিতে সৎ ভাবে উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আমাদের এমতাবস্থায় সরকারের কাছে আহবান জানাই, আপনারা সকল শিক্ষকদের নাভিশ্বাস জীবন থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যথায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উপদেষ্টা এইচ এম নাসির উদ্দিন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মো. ওমর ফারুক'র সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. নুরুল ইসলাম'র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক কামাল উদ্দিন, সহ সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া- এস এম শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদাই শিক্ষক পরিষদ সভাপতি মুফতী আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সভাপতি নারায়ণগঞ্জ মহানগর মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।