ঢাকার সাত সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারিসহ ৪ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় শিক্ষার্থীদের ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন।

আরো পড়ুন:

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

প্রতিনিধিদলে রয়েছেন-মো.

নাঈম হাওলাদার, তানজিমুল আবিদ, রবিন, রিয়াজ উদ্দিন, ফাহাদ, ফরহাদ, পাভেল, ইউসা বিন আলম, মারুফ, ইউনুস, জাফরীন, ইমু, স্মৃতি, সামান্তা, আসফিয়া, রবিউল চোকদার, সৈকত, সাবরিনা, আওলাদ, রবিউল্লা, সানি, মুত্তাকী ও মাসুম।

সচিবালয়ে প্রবেশ করা প্রতিনিধিরা জানান, কবে অধ্যাদেশ জারি করা হবে এবং অন্যান্য দাবির বিষয়ে আলোচনা করতে তারা সচিবালয়ে যাচ্ছেন।সেখানে তারা শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে, সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। 

ঢাকা/রায়হান/সাইফ 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

৬৫ রানে শেষ ৫ উইকেট নেই পাকিস্তানের, স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ১১০.৪ ওভারে ৩৭৮ (ইমাম ৯৩, সালমান ৯৩, মাসুদ ৭৬; মুতুসামি ৬/১১৭, সুব্রায়েন ২/৭৮)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৭ ওভারে ২১৬/৬ (ডি জর্জি ৮১*, মুল্ডার ১৭, মুতুসামি ৬*; নোমান ৪/৮৫, সাজিদ ১/৭৩)
দ্বিতীয় দিন শেষে।

লাহোর টেস্টে আজ দ্বিতীয় দিন সকালের সেশনটা ভালো কাটেনি পাকিস্তানের। ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান আর ৬৫ রান যোগ করেই প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট। এরপর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২১৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।

৪ উইকেট হাতে রেখে পাকিস্তানের চেয়ে ১৬২ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন টনি ডি জর্জি (৮১*) ও সেনরুয়ান মুতুসামি (৬*)। পাকিস্তানের স্পিনাররা আজ সবগুলো উইকেট নেন। ৮৫ রানে ৪ উইকেট বাঁহাতি স্পিনার নোমান আলীর। একটি করে উইকেট সাজিদ খান ও সালমান আগার।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা এর চেয়ে ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু ইনিংসের মাঝপথে ১৩ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৫০.১ ওভারে দলীয় ১৭৪ রানে ওপেনার রায়ান রিকেলটন (৭১) আউট হওয়ার মধ্য দিয়ে ধসের শুরু।

৪ উইকেট নেন পাকিস্তানি স্পিনার নোমান

সম্পর্কিত নিবন্ধ