Prothomalo:
2025-11-16@03:07:49 GMT

কী হলো বব ডিলানের কনসার্টে

Published: 16th, November 2025 GMT

সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস করে তারপর গাড়ি চালিয়ে টানা ১৯৫ মাইল পাড়ি দিয়ে লিডসে পৌঁছালাম। বাইরে তখন বৃষ্টি, আর আমি ভিজে যাওয়া কোট পরে লম্বা কিউতে দাঁড়িয়ে ঢুকলাম ফার্স্ট ডাইরেক্ট অ্যারেনায়। ভেতরে ঢুকেই প্রথমে যা হলো—ফোনটা ধরে একদম লক করা পাউচে আটকে দিল। আর তারপর আলো-আঁধারি সেই পরিবেশ দেখে একমুহূর্তে মনে হলো, যেন কোনো ছোট, অন্তরঙ্গ জ্যাজ ক্লাবে চলে এসেছি।
বব ডিলানের শো কনসার্টের মতো নয়—বরং তাঁর নিজের সৃষ্টিশীল মহলের ভেতরে প্রবেশের মতো এক অভিজ্ঞতা। কোনো ঘোষণা নেই, কোনো জমকালো এন্ট্রি নেই। ডিলান শান্তভাবে মঞ্চে এসে বসে পড়লেন একটা বিশাল পিয়ানোর পেছনে, যা তাঁর মুখটাই প্রায় ঢেকে রাখছিল। পুরো শোজুড়ে তিনি যখন ইচ্ছা পিয়ানো, গিটার আর মাউথ অর্গানের মধ্যে বদলে গেছেন—প্রতিটা যন্ত্র যেন তাঁর সৃজনশীলতার আলাদা জানালা খুলে দিয়েছে।

তাঁর ব্যান্ড—দুই গিটারিস্ট (যাঁর একজন চমৎকার স্লাইড গিটার বাজালেন), ড্রামস আর বেস—মিলে একটা আরামদায়ক, গভীর রাতের মতো জ্যাম সেশনের আবহ বানিয়েছিল। সেই কোমল কিন্তু শক্ত মিউজিক্যাল ভিত্তির ওপর ভর করে ডিলান তাঁর ঢিলেঢালা অ্যারেঞ্জমেন্ট আর হঠাৎ বদলে ফেলা সুরের মধ্যে ঘুরে বেড়ালেন নিজের মতো করে।

বব ডিলান। ছবি: রয়টার্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মেডুসা: ঘুমন্ত অবস্থায় যাকে মেরে ফেলা হয়েছিলো

গ্রিক পুরাণে মেডুসা ছিলেন একজন সুন্দরী নারী।কিন্তু পরবর্তীতে অভিশাপের কারণে সর্পকেশী দানবীতে পরিণত হন। মেডুসার কাহিনী গ্রিক পুরাণের সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর মধ্যে একটি। এটি শিল্প ও সাহিত্যে প্রতিশোধ, দুর্ভাগ্য এবং রূপান্তরের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। 

মেডুসা ছিলেন তিন বোনের মধ্যে একমাত্র মরণশীল। তাদের পিতা-মাতা ছিলেন সমুদ্র দেবতা ফোরসিস এবং কেটো।পৌরাণিক কাহিনী অনুসারে, মেডুসা ছিলেন সোনালী চুলের এক অপূর্ব সুন্দরী কুমারী এবং দেবী এথেনার মন্দিরের একজন ধর্মযাজিকা। রোমান কবি ওভিডের ‘মেটামরফোসেস’ (Metamorphoses) অনুসারে, সমুদ্র দেবতা পসেইডন দেবী এথেনা মন্দিরের পবিত্র স্থানে মেডুসাকে ধর্ষণ করেন। পসেইডনকে শাস্তি না দিয়ে, অ্যাথেনা তার মন্দির অপবিত্র করার জন্য মেডুসাকে অভিশাপ দেন। এই অভিশাপের ফলে মেডুসার সুন্দর চুল বিষাক্ত সাপে পরিণত হয় এবং তার দৃষ্টিতে জাদু ক্ষমতা আসে, যার মাধ্যমে যে কাউকে পাথরে পরিণত করা যেত। 

আরো পড়ুন:

পৃথিবীতে বসবাসকারী মানুষ আর পিঁপড়ার ওজন সমান!

গ্রীক পুরাণের যুদ্ধের দেবী এথেনা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য

গ্রিক বীর পার্সিউস মেডুসাকে হত্যা করেছিলেন। সেরাইফোস দ্বীপের রাজা পলিডেক্টিসের নির্দেশে পার্সিউস এই অভিযানে যান। দেবতাদের সাহায্যে তিনি মেডুসাকে বধ করতে সক্ষম হন। হার্মিস তাকে একটি ধারালো তলোয়ার দেন এবং এথেনা একটি চকচকে ব্রোঞ্জের ঢাল দেন, যাতে পার্সিউস সরাসরি মেডুসার দিকে না তাকিয়ে ঢালে তার প্রতিচ্ছবি দেখে তাকে হত্যা করতে পারেন।

পার্সিউস ঘুমন্ত মেডুসার মাথা কেটে ফেলেন। মেডুসার শরীর থেকে তার দুই সন্তান, পাখাওয়ালা ঘোড়া পেগাসাস এবং দানব ক্রিসাওর বেরিয়ে আসে (কারণ মৃত্যুর সময় মেডুসা পসেইডনের সন্তানের গর্ভবতী ছিলেন)।

মেডুসার কাটা মাথাও তার ক্ষমতা হারায়নি। পার্সিউস তার শত্রুদের পাথরে পরিণত করতে এটি ব্যবহার করেছিলেন। পরে তিনি মাথাটি দেবী এথেনাকে উপহার দেন, যিনি এটি তার ঢালে স্থাপন করেন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ