অনলাইনে জামিননামা গ্রহণ শুরু হচ্ছে কাল, একটা ক্লিকে পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা
Published: 14th, October 2025 GMT
ছবি: মহিউদ্দিন ফারুক
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিরপুরের আগুন ৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি, আহত ৩
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গোডাউনে আগুন তিন ঘণ্টা পরও নিয়ন্ত্রনে আসেনি। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুনে পুড়ে আহত হয়েছেন তিন জন। তাঁদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি কর হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আজ বেলা তিনটার একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এটা এখনো নিয়ন্ত্রণে আসেনি।’
আরও পড়ুনমিরপুরে ২ কারখানায় আগুন, নেভাতে গেছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট২ ঘণ্টা আগেতালহা বিন জসিম বলেন, রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল।
এ ঘটনায় যে তিনজন আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন তাঁরা হলেন মো. সুরুজ (৩০), মো. মামুন (৩৫) ও সোহেল সরদার (৩৭)। তিনি আর এন ফ্যাশন নামের পোশাক কারখানাটির ফিনিশিং ইনচাজ।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, ভর্তি হওয়া এসব ব্যক্তির মধ্যে মো. সুরুজের শরীরের দুই শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।
প্রথম দফায় পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। পরে আরও আরও তিনটি সেখানে যুক্ত হয় বলে জানান তালহা বিন জসিম।