সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
Published: 14th, October 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাইকারটেক সেতু-সংলগ্ন ডোবা থেকে সায়মা (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা ডোবায় একটি বস্তা দেখতে পান। তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।
আরো পড়ুন:
মানিকগঞ্জে ৫ লাশ উদ্ধার
কক্সবাজারে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
পুলিশ সেখানে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে দেয়। নিহত তরুণীর নাম সায়মা। তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামের একটি রেস্তোরাঁয় চাকরি করতেন।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/অনিক/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র উদ ধ র স ন রগ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিএনপির গণসংযোগ ও উঠান বৈঠক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে নাসিক ৪নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক। রবিবার (১২ অক্টোবর) বাদ আসর আম্বর পেপার মিল সংলগ্ন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, রিয়াজুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম , ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শেখ শামসুদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান খলিল শ্যামল, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।