মুন্সীগঞ্জে পদ্মা উত্তর থানার সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেল তার চাচা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ প্রজেক্ট এলাকার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে রাসেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ডা.

রাশেদুজ্জামান রাসেলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের, বন্ধু আহত

এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু

পদ্মা উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বুধবার (১৫ অক্টোবর) সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/রতন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

মিরাজ, প্রতিশ্রুতির কী প্রয়োজন, আমরা তো সুনীলের কবিতায়ই শিখেছি

রশিদ খান। নাহ্‌, আফগান লেগ স্পিনার রশিদ খান নন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথা শুনে মনে পড়ে গেল শাস্ত্রীয় সংগীতশিল্পী রশিদ খানের কয়েকটি কথা। প্রয়াত ওস্তাদ রশিদ খান কথাগুলো এই প্রতিবেদককেই একবার বলেছিলেন বৈঠকি ঢঙে দেওয়া সাক্ষাৎকারে।

শচীন টেন্ডুলকারের পাঁড় ভক্ত রশিদ খান শৈশবে ক্রিকেটার হওয়ারই স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাঁর মামা নিসার হুসেইন খান তাঁকে সে পথে হাঁটতে দেননি। একপ্রকার জোর করেই নিজেদের গড়া সংগীতরাজ্যে ঢুকিয়ে দেন রশিদ খানকে। শাস্ত্রীয় সংগীতের বড় সংগীতকার হয়েও রশিদ খান ক্রিকেটকে অন্তর থেকে মুছে ফেলতে পারেননি; বরং তিনি ক্রিকেট আর সংগীতকে দেখেছেন একই রূপে!

যে সাক্ষাৎকারের কথা বলা হলো, সেখানে তিনি বলেছিলেন, ‘ক্রিকেটটা সংগীতের মতোই। একেকটা কাভার ড্রাইভ, পুল, হুক—এগুলো তো সংগীতের বিভিন্ন ধারার মতোই রেশমি পরশ নিয়ে এগিয়ে চলে।’ সংগীত আর ক্রিকেটকে এক বিন্দুতে মেলানোর আলোচনায় তিনি আরেকটি বেশ মজার উদাহরণ টেনেছিলেন, ‘দেখুন, এটা অনেকটা গানের মতোই। একটি গানের তিনটি ভাগ যদি আপনি করেন, কী আছে সেখানে? আভোগ, অন্তরা, স্থায়ী।’

আফগানিস্তানের বিপক্ষে গতকাল ধবলধোলাই হয় বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ